আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাশিয়ায় ব্রিটিশ কূটনীতিককে গুপ্তচর আখ্যা, অভিযোগ প্রত্যাখ্যান যুক্তরাজ্যের

আমার দেশ অনলাইন

রাশিয়ায় ব্রিটিশ কূটনীতিককে গুপ্তচর আখ্যা, অভিযোগ প্রত্যাখ্যান যুক্তরাজ্যের

মস্কোয় নিযুক্ত এক ব্রিটিশ কূটনীতিককে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে অভিযুক্ত করেছে রাশিয়া। তবে এই অভিযোগকে ‘দুরভিসন্ধিমূলক ও সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর।

বিজ্ঞাপন

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, বৃহস্পতিবার রাশিয়া ওই ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দেওয়ার পরপরই লন্ডন এই প্রতিক্রিয়া জানায়।

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, ক্রেমলিনের পক্ষ থেকে ব্রিটিশ কূটনীতিকদের বিরুদ্ধে এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ নতুন নয়। বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনার জবাবে যুক্তরাজ্য কী ধরনের পদক্ষেপ নেবে, তা পর্যালোচনা করা হচ্ছে।

এই ঘটনাকে কেন্দ্র করে মস্কো ও লন্ডনের মধ্যকার কূটনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...