গাজায় গণহত্যা: আমেরিকান জনমত যেভাবে টিকিয়ে রাখছে ইসরাইল

আমার দেশ অনলাইন
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ১৬: ০২
আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ১৬: ০৮

গাজায় ফিলিস্তিনিদের ওপর দীর্ঘমেয়াদি সামরিক অভিযান ও গণহত্যার অভিযোগের পরও যুক্তরাষ্ট্রে ইসরাইলের প্রতি সহানুভূতি ও সমর্থন বেশ স্থায়ী। এর পেছনে রয়েছে এক সুপরিকল্পিত তথ্যযুদ্ধ ও জনসংযোগ কৌশল, যার মাধ্যমে ইসরাইল মার্কিন জনমত নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট (FARA)–এর নথি অনুযায়ী, ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউরোপীয় হাভাস মিডিয়া গ্রুপ–এর মাধ্যমে তিনটি মার্কিন জনসংযোগ সংস্থাকে ভাড়া করেছে—ব্রিজেস পার্টনার্স, শো ফেইথ বাই ওয়ার্কস এবং ক্লক টাওয়ার এক্স। এই সংস্থাগুলোর কাজ হলো অনলাইন প্রচারণা ও ধর্মীয় নেটওয়ার্কে প্রভাব সৃষ্টি করে ইসরাইলের ভাবমূর্তি উজ্জ্বল করা।

বিজ্ঞাপন

এছাড়াও শো ফেইথ বাই ওয়ার্কস পেয়েছে ৩.২ মিলিয়ন ডলারের চুক্তি। সংস্থাটি যুক্তরাষ্ট্রের গির্জা ও খ্রিস্টান বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরাইলের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করতে “জিওফেন্সিং” প্রযুক্তি ব্যবহার করছে। একই সঙ্গে তারা “১০/৭ অভিজ্ঞতা” নামে একটি ভার্চুয়াল প্রদর্শনী তৈরি করছে, যাতে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণকে আবেগঘনভাবে তুলে ধরা হবে—ইসরাইলি অবস্থানের প্রতি সহানুভূতি বাড়াতে।

এদিকে, ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা ব্র্যাড পার্সকেল পরিচালিত ক্লক টাওয়ার এক্স সোশ্যাল মিডিয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্ল্যাটফর্মের মাধ্যমে প্রচারণা চালাচ্ছে। লক্ষ্য হলো চ্যাটজিপিটি, জেমিনি ও গ্রোক–এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলে ইসরাইলপন্থী তথ্য ছড়িয়ে দেওয়া। বিশেষজ্ঞ মার্ক ওয়েন জোন্স একে বলেছেন “আরএজি বিষক্রিয়া”—অর্থাৎ তথ্যের জগৎকে একপেশে কনটেন্টে ভরিয়ে জনমত বিভ্রান্ত করা।

দখরদার দেশটি ব্রিজেস পার্টনার্স সোশ্যাল মিডিয়ার ১৪ থেকে ১৮ জন মার্কিন প্রভাবশালী ব্যক্তিকে নিয়োগ দিয়েছে, যারা ইসরাইলের পক্ষে পোস্ট করছে। প্রতি পোস্টের জন্য তারা পাচ্ছে প্রায় ৭,০০০ ডলার। তবে তাদের পরিচয় গোপন রাখা হয়েছে—যা মার্কিন আইনের দৃষ্টিতে বেআইনি হতে পারে।

বিশ্লেষকদের মতে, এই প্রচারণা হয়তো গাজার ভয়াবহ বাস্তবতা ঢেকে রাখতে পারবে না, কিন্তু অনিশ্চয়তা ও বিভ্রান্তি সৃষ্টি করে জনমতকে নরম করতে পারে। ইসরাইল এখন শুধু মিসাইল ও বোমায় নয়, তথ্য ও প্রচারণার মাধ্যমেও যুদ্ধ করছে—যেখানে প্রযুক্তি, ধর্মীয় অনুভূতি ও অর্থ একত্রে ব্যবহার করা হচ্ছে আমেরিকান জনসমর্থন ধরে রাখতে।

সূত্র: আল-জাজিরা

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত