তেহরানের বাসিন্দাদের চরম মূল্য দিতে হবে: ইসরাইল

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ১৬: ২৯
আপডেট : ১৭ জুন ২০২৫, ০১: ১৮
ছবি সংগৃহীত

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, ইসরাইলি নাগরিকদের ওপর ইরানের হামলার জন্য ‘চরম মূল্য দিতে হবে’ তেহরানের বাসিন্দাদের।

আজ সোমবার রাতভর ইরানের হামলায় ইসরাইলের আটজন নিহত হয়েছেন বলে জানাচ্ছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

ইসরাইল কাৎজ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, ইসরিইলের বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্য করে ইরান হামলা চালাচ্ছে। যাতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সক্ষমতা ভেঙে পড়ে এবং তারা হামলা চালানো বন্ধ করে দেয়।

কাৎজ খামেনিকে ‘এক জন কাপুরুষ খুনি’ এবং ‘এক জন অহংকারী স্বৈরশাসক’ হিসেবে আখ্যা দেন।

তিনি বলেন, ইসরায়েল ‘শিগগিরই পাল্টা হামলা চালাবে।’

গত শুক্রবার ইরানে প্রথম হামলা চালায় আগ্রাসনকারীরা। এরপরের দিন রাতে ইসরাইলকে লক্ষ্য করে মিসাইল ছোড়ে ইরান। এরপর থেকে হামলা পাল্টা হামলা চলছে।

ইসরাইলি হামলায় ইরানে গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২২৪ জনে দাঁড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় আরও ১ হাজার ২৭৭ জন আহত হয়েছেন।

রোববার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৯০ শতাংশেরও বেশি বেসামরিক নাগরিক। এরমধ্যে সবশেষ ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান ও সামরিক বাহিনীর দুই জেনারেল নিহত হন।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত