ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে রোজনবেহ ভাদি নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। মঙ্গলবার ইরানের প্রেসটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভাদি ইরানের একটি কৌশলগত গবেষণা কেন্দ্র থেকে গুরুত্বপূর্ণ গোপন তথ্য মোসাদের কাছে পাচার করেন। এসব তথ্যের ভিত্তিতে রুজবেহ ভাদি জুন মাসে ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধ চলাকালীন সময় নিহত এক পারমাণবিক বিজ্ঞানীর তথ্য সরবরাহ করেছিলেন।
ইরানি বিচার বিভাগের অনলাইন পোর্টাল ‘মিজান’ জানিয়েছে, বিচারিক প্রক্রিয়া শেষে এবং সুপ্রিম কোর্ট কর্তৃক রায় অনুমোদনের পর তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার সকালে কার্যকর করা হয়।
এ ঘটনায় ইরান সরকারের পক্ষ থেকে মোসাদের বিরুদ্ধে গভীর ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলিতে ইসরাইলেন হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে কমপক্ষে আটজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ইরানে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

