আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আবুধাবিতে প্রথম ভাসমান হোটেল ইয়াস মেরিনায়

আমার দেশ অনলাইন
আবুধাবিতে প্রথম ভাসমান হোটেল ইয়াস মেরিনায়

আবুধাবির ইয়াস দ্বীপের জনপ্রিয় বিনোদন কেন্দ্র ইয়াস মেরিনায় চালু হচ্ছে শহরের প্রথম ভাসমান হোটেল ‘অর্কিড ওভারনাইট সুপারইয়ট’। বিলাসবহুল এই প্রমোদতরিটি পরিচালনা করছে ডাচ ওরিয়েন্টাল, যারা পানির ওপর অনন্য এক আতিথেয়তার অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

আমিরাতের গণমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, এই ফাইভ-স্টার মানের সুপারইয়টে রয়েছে মোট ৩১টি কক্ষ, যার মধ্যে ২৪টি সুপিরিয়র রুম (২৫ বর্গমিটার), ৪টি ভিআইপি রুম (৩০ বর্গমিটার) এবং ৩টি রয়্যাল স্যুইট (৬০ বর্গমিটার)। রয়্যাল স্যুইটে থাকছে লিভিং এরিয়া, সোফা বেড, হট টাব ও শাওয়ারের সুবিধা।

প্রতি রাতে এখানে থাকতে সর্বনিম্ন ৯৯০ দিরহাম খরচ করতে হবে। অতিথিদের জন্য থাকছে ২৪ ঘণ্টা কনসিয়ার্জ ও হাউজকিপিং, স্মার্ট রুম অটোমেশন, এবং ৩৬০ ডিগ্রি সানডেক উপভোগের সুযোগ।

এছাড়াও থাকবে ইন-রুম সার্ভিস ও অন-বোর্ড শেফদের তৈরি বিশেষ মেনু। বিয়ে, করপোরেট ইভেন্ট বা যেকোনো ব্যক্তিগত অনুষ্ঠানের জন্য সম্পূর্ণ সুপারইয়ট বুকিংয়ের সুবিধাও থাকছে।

যদিও ‘অর্কিড ওভারনাইট’ আবুধাবির প্রথম ফ্লোটিং হোটেল, সংযুক্ত আরব আমিরাতে ভাসমান হোটেল নতুন নয়। দুবাইয়ে রয়েছে বিশ্ববিখ্যাত কুইন এলিজাবেথ টু, এবং পাম মেরিনায় বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে কেমপিনস্কি ফ্লোটিং প্যালেস।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন