ইরানে সামরিক হস্তক্ষেপের বিরোধী বেশিরভাগ মার্কিনি

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ০৯: ৫৯
ছবি সংগৃহীত

ইরানে সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করছেন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ নাগরিক। ইরান-ইসরাইল সংঘাতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ করা উচিৎ কিনা, এ বিষয়ে একটি জরিপ চালায় ইউগভ। জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ নাগরিক মনে করেন, ইরান-ইসরাইল চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জড়ানো উচিৎ নয়।

আল জাজিরা জানায়, জরিপে অংশ নেওয়া মাত্র ১৬ শতাংশ মানুষ ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের পক্ষে। আর দ্বিধান্বিত ২৪ শতাংশ মানুষ। ডেমোক্র্যাটদের মধ্যে যারা মার্কিন হস্তক্ষেপের বিরোধিতা করেছেন তাদের সংখ্যা ৬৫ শতাংশ। আর রিপাবলিকানদের সংখ্যা ৫৩ শতাংশ। প্রায় ৬১ শতাংশ এই পদক্ষেপের বিরোধিতা করেছেন।

বিজ্ঞাপন

জরিপে আরো দেখা যায়, দেশটির প্রায় অর্ধেক মানুষ ইরানকে যুক্তরাষ্ট্রের শত্রু হিসেবে বিবেচনা করে। আর ২৫ শতাংশ বলছে, দুই দেশের সম্পর্ক ঠিক বন্ধুত্বপূর্ণ নয়।

এরআগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের সিচুয়েশন কক্ষে এক জরুরি বৈঠক করেছেন। বৈঠকটি এক ঘণ্টা ২০ মিনিট স্থায়ী হয়। এ বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল, একান্ত মিত্র ইসরাইলের সঙ্গে মিলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হবে কি না সেটি।

মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তারা ইরানের আকাশসীমা পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন। নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টসহ মার্কিন গণমাধ্যমগুলো এ খবর দিয়েছে।

কয়েকদিন ধরে ইরান ও ইসরাইলের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা।

আরএ

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত