আমার দেশ অনলাইন
ইরানে সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করছেন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ নাগরিক। ইরান-ইসরাইল সংঘাতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ করা উচিৎ কিনা, এ বিষয়ে একটি জরিপ চালায় ইউগভ। জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ নাগরিক মনে করেন, ইরান-ইসরাইল চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জড়ানো উচিৎ নয়।
আল জাজিরা জানায়, জরিপে অংশ নেওয়া মাত্র ১৬ শতাংশ মানুষ ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের পক্ষে। আর দ্বিধান্বিত ২৪ শতাংশ মানুষ। ডেমোক্র্যাটদের মধ্যে যারা মার্কিন হস্তক্ষেপের বিরোধিতা করেছেন তাদের সংখ্যা ৬৫ শতাংশ। আর রিপাবলিকানদের সংখ্যা ৫৩ শতাংশ। প্রায় ৬১ শতাংশ এই পদক্ষেপের বিরোধিতা করেছেন।
জরিপে আরো দেখা যায়, দেশটির প্রায় অর্ধেক মানুষ ইরানকে যুক্তরাষ্ট্রের শত্রু হিসেবে বিবেচনা করে। আর ২৫ শতাংশ বলছে, দুই দেশের সম্পর্ক ঠিক বন্ধুত্বপূর্ণ নয়।
এরআগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের সিচুয়েশন কক্ষে এক জরুরি বৈঠক করেছেন। বৈঠকটি এক ঘণ্টা ২০ মিনিট স্থায়ী হয়। এ বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল, একান্ত মিত্র ইসরাইলের সঙ্গে মিলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হবে কি না সেটি।
মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তারা ইরানের আকাশসীমা পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন। নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টসহ মার্কিন গণমাধ্যমগুলো এ খবর দিয়েছে।
কয়েকদিন ধরে ইরান ও ইসরাইলের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা।
আরএ
ইরানে সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করছেন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ নাগরিক। ইরান-ইসরাইল সংঘাতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ করা উচিৎ কিনা, এ বিষয়ে একটি জরিপ চালায় ইউগভ। জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ নাগরিক মনে করেন, ইরান-ইসরাইল চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জড়ানো উচিৎ নয়।
আল জাজিরা জানায়, জরিপে অংশ নেওয়া মাত্র ১৬ শতাংশ মানুষ ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের পক্ষে। আর দ্বিধান্বিত ২৪ শতাংশ মানুষ। ডেমোক্র্যাটদের মধ্যে যারা মার্কিন হস্তক্ষেপের বিরোধিতা করেছেন তাদের সংখ্যা ৬৫ শতাংশ। আর রিপাবলিকানদের সংখ্যা ৫৩ শতাংশ। প্রায় ৬১ শতাংশ এই পদক্ষেপের বিরোধিতা করেছেন।
জরিপে আরো দেখা যায়, দেশটির প্রায় অর্ধেক মানুষ ইরানকে যুক্তরাষ্ট্রের শত্রু হিসেবে বিবেচনা করে। আর ২৫ শতাংশ বলছে, দুই দেশের সম্পর্ক ঠিক বন্ধুত্বপূর্ণ নয়।
এরআগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের সিচুয়েশন কক্ষে এক জরুরি বৈঠক করেছেন। বৈঠকটি এক ঘণ্টা ২০ মিনিট স্থায়ী হয়। এ বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল, একান্ত মিত্র ইসরাইলের সঙ্গে মিলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হবে কি না সেটি।
মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তারা ইরানের আকাশসীমা পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন। নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টসহ মার্কিন গণমাধ্যমগুলো এ খবর দিয়েছে।
কয়েকদিন ধরে ইরান ও ইসরাইলের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা।
আরএ
উগান্ডা পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত সোয়া ১২টার দিকে কাম্পালা-গুলু হাইওয়েতে বিপরীত দিকে আসা দুটি বাস মুখোমুখি হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে গেলে একটি বাস উল্টে যায়। আর এ সময় দুর্ঘটনা থেকে বাঁচতে অন্যান্য যানবাহনগুলোও উল্টে গেলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেআফগানিস্তান-যুক্তরাষ্ট্রের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটে ২০২১ সালে। দুই দশক ধরে চলা, এই যুদ্ধের কারণে বৈরী সম্পর্ক রয়েছে দেশ দুটির মধ্যে, তবে এমন সম্পর্ক থেকে উত্তরণ চায় ইসলামিক আমিরাত আফগানিস্তান। যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নই এখন তাদের লক্ষ্য।
২ ঘণ্টা আগেভারতের উত্তর প্রদেশের একটি শিল্পনগরী এলাকা কানপুর। গত ৪ সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দ নগরে ঈদে মিলাদুন্নবি উদ্যাপন উপলক্ষে সন্ধ্যায় একটি সাইনবোর্ড টাঙানো হয়।
৪ ঘণ্টা আগেসম্প্রতি বায়ু দূষণ কমানোর জন্য রাজধানীতে পেট্রোলচালিত মোটরবাইকের উপর নিষেধাজ্ঞা জারি করে ভিয়েতনাম প্রশাসন। যা ২০২৬ সালের মাঝামাঝি থেকে কার্যকর হওয়ার কথা। তবে, পরিকল্পিত এই নিষেধাজ্ঞার ফলে ৪.৬ বিলিয়ন ডলারের বাজার হারাবে বলে আশঙ্কা করছে জাপান সরকার এবং দেশের কিছু শীর্ষস্থানীয় নির্মাতা।
৪ ঘণ্টা আগে