হোম > আমার দেশ স্পেশাল

সংসদ নির্বাচন ও গণভোট এক দিনে হলে বাড়বে ভোট গ্রহণের সময়

গাজী শাহনেওয়াজ

ছবি: সংগৃহীত

গণভোট ও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বসহ (পিআর) নানা ইস্যুতে দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত। এর মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে যদি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একদিনে হয় তাহলে ভোট গ্রহণের সময় আটঘণ্টার জায়গায় ১০ ঘণ্টা করা হতে পারে। ইসি ও সংস্কার কমিশনের নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

বর্তমানে নির্বাচনে সকাল ৮টা থেকে বিরতিহীন বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হলে, শুরুতে ও শেষে একঘণ্টা করে বাড়িয়ে ১০ ঘণ্টা করা হতে পারে। সেক্ষেত্রে ভোটগ্রহণের সময়কাল হবে সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

খোঁজ নিয়ে জানা গেছে, গণভোট ইস্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির অবস্থান এখনও বিপরীত মেরুতে। জামায়াত চায় সংসদ নির্বাচনের আগে গণভোট এবং বিএনপি একত্রে। ইতিমধ্যে ঐক্যমত সংস্কার কমিশন একদিনে (গণভোট ও সংসদ ভোট) করার সুপারিশ করেছে। গতকাল বুধবার পর্যন্ত অন্তবর্তী সরকারও কমিশনের সঙ্গে স্পর্শকাতর এ ইস্যুতে দ্বিমত পোষণ করেনি। ভোটগ্রহণ কার্যক্রমকে নিরবচ্ছিন্ন করতে সরকার এ চিন্তা করছে বলে জানা গেছে।

তবে, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের পদক্ষেপ চলতি সপ্তাহের মধ্যে স্পষ্ট হয়ে যাবে। সেখানে সংবিধান-সংক্রান্ত ৪৮টি প্রস্তাব খসড়া আদেশের তফসিলে রাখা হয়েছে। একটি আদেশ জারি করে গণভোট করার সুপারিশ ছিল ঐকমত্য কমিশনের। সেখানে একটিই প্রশ্ন রাখার সুপারিশ ছিল। নির্বাচন কমিশন-ও গণভোটে একটি প্রশ্ন রেখে ‘হ্যাঁ বা না’ রাখার পক্ষে।

বক্তব্য দেয়ার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে একজন নির্বাচন কমিশনার আমার দেশকে বলেন, জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট একদিনে হওয়াই শ্রেয়। একই সঙ্গে, সব ইস্যুগুলোকে একটি প্ল্যাটফর্মে রেখে প্রস্তাবের পক্ষে না বিপক্ষে (‘হ্যাঁ বা না’) ভোট দেওয়ার বিধান রাখা, যাতে ভোটাররা সহজেই সিদ্ধান্ত জানাতে পারে। ওই কমিশনার আরো বলেন, যদি একাধিক পয়েন্ট হয়, তাহলে সেটা গণভোট হবে না। হবে একটা জগাখিঁচুড়ি ভোট।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সংবিধান-সংক্রান্ত ৪৮টি সংস্কার প্রস্তাবের মধ্যে ৩০টি প্রস্তাবে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বেশির ভাগ দল একমত। এগুলো নিয়ে গণভোটে একটি প্যাকেজ প্রশ্ন রাখার চিন্তা করা হচ্ছে। সেখানে ভোটারদের কাছে জানতে চাওয়া হবে এ ৩০টি সংস্কার প্রস্তাবের বাস্তবায়ন চান কি না। এর বাইরে ১৮টি সংস্কার প্রস্তাব নিয়ে বড় ধরনের মতবিরোধ আছে। এর মধ্যে বেশির ভাগই মৌলিক সংস্কার প্রস্তাব। এগুলো নিয়ে গণভোটে আলাদা তিন-চারটি প্রশ্ন করার চিন্তা হচ্ছে।

এদিকে, সাধারণ ভোট ও গণভোট একদিনে হবে ধরেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন ব্যবস্থাপনা শাখার একজন উপ-সচিব এ সংক্রান্ত প্রস্তাবনা তৈরি করছেন। সেখানে গণভোটের কারণে ভোটগ্রহণের সময় ৮ ঘণ্টা থেকে বাড়িয়ে ১০ ঘণ্টা করা হচ্ছে। প্রাথমিক খসড়া করে রাখা হচ্ছে, যাতে ইসির চাওয়া অনুযায়ী সরকার জুলাই সনদ বাস্তবায়ন করলে নির্বাচন প্রস্তুতিতে কোনো সমস্যা না হয়।

চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণে প্রবাসী মাফিয়া

দেড় বছরেও জানা যায়নি সেই ১১৪ লাশের পরিচয়

পোশাক খাতে দুরবস্থা, রপ্তানি আয়ে ভাটা

ভারতকে খুশি করতে বারবার অস্ত্র উদ্ধার নাটক হাসিনার

মৃত্যু বাড়াচ্ছে স্থানীয় পর্যায়ের চিকিৎসা ঘাটতি

শ্রম রপ্তানির আড়ালে রাশিয়ায় সৈনিক নিয়োগের সিন্ডিকেট

হাইকোর্টের রায়ে জটিল পরিস্থিতিতে ইসি

১৩ নভেম্বর কী হবে ঢাকায়, চিন্তায় কলকাতার আ.লীগ নেতারাও

পুড়ে অঙ্গার পরিবারের একমাত্র উপার্জনকারী জুলহাস

দেশজুড়ে চোরাগোপ্তা হামলার পরিকল্পনা