হোম > সারা দেশ > চট্টগ্রাম

মোটরসাইকেলের ধাক্কায় দুই মাদ্রাসার শিক্ষার্থী নিহত, আহত ২

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

আটক মোটরসাইকেল চালক

চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নয়দুয়ারি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় দুই মাদ্রাসার শিক্ষার্থী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুই শিক্ষার্থী। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছরারকুল এলাকায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারি মাদরাসার কিতাব বিভাগের শিক্ষার্থী ফখরুল ইসলাম (১৮) ও মোহাম্মদ কাউসারর (১৪)৷

অন্য আহত দুই শিক্ষার্থী হলেন মুসলিম উদ্দিন (১৭) ও আরমান (১৫)। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়। তারা সবাই মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারি মাদ্রাসার শিক্ষার্থী।

মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারি মাদ্রাসার পরিচালক মাওলানা জাফর উল্লাহ নিজামী বলেন, শুক্রবার সন্ধ্যায় আমাদের ৫/৬ জন ছাত্র মাদ্রাসা থেকে মাগরিবের নামাজ শেষ করে সড়কের পাশ দিয়ে হেঁটে ওয়াজ মাহফিলে যাচ্ছিলেন। হঠাৎ কিছু বুঝে ওঠার আগে ঢাকামুখী লেনে একটি দ্রুতগতির মোটরসাইকেল তাদের সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই শিক্ষার্থী মারা যান। এ সময় আরো দুই শিক্ষার্থী গুরুতর আহত হন।

রেডিয়েন্স হাসপাতালের চিকিৎসক সৌরভ দাস বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী বলেন, শুক্রবার সন্ধ্যায় মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারি মাদ্রাসার শিক্ষার্থীরা হেঁটে ওয়াজ মাহফিলে যাচ্ছিলেন। এসময় একটি দ্রুতগতির মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন মারা যান। মোটরসাইকেল চালক সীতাকুণ্ড থেকে ফেনী যাচ্ছিলেন। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মোটরসাইকেলের চালককে আটক করা হয়েছে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেঘনায় ট্রলারডুবি, ২৪ ঘণ্টা পর দুই লাশ উদ্ধার

বিএনপির মিডিয়া সেলের দায়িত্বে সাবেক শিবির নেতা, তৃণমূলে ক্ষোভ

বরিশালে জামায়াত ও ইসলামী আন্দোলনের বিক্ষোভ

খালেদা জিয়া আমার চাইতে বেশি নির্যাতিত: বাবর

অভাবের তাড়নায় সদ্যোজাত শিশু ডাস্টবিনে

রামগড়ে পুলিশ হেফাজতে দুই চীনা নাগরিক

কারা নির্যাতিতদের জন্য নিজ জমি বিক্রি করতে চান মনজুর এলাহী

ড্রিমারস স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ‘ক্যারিয়ার ভাবনা’

শীতের আগমনে পর্যটকে মুখরিত কক্সবাজার

একই দিনে নির্বাচন ও গণভোট জনগণ মেনে নেবে না: এটিএম আজহার