হোম > সারা দেশ

বাঁশখালীতে অস্ত্রসহ কুখ্যাত মনসুর বাহিনীর ৫ সদস্য আটক

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

বাঁশখালীতে দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী মনসুর বাহিনীর পাঁচ সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার নতুন বাজার সংলগ্ন এলাকায় মনসুর বাহিনীর সদস্যরা অস্ত্রের মুখে স্থানীয়দের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও আধিপত্য বিস্তারের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। স্থানীয়দের অভিযোগের পর কোস্ট গার্ড এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ায়।

এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোররাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোস্ট গার্ড বেইজ চট্টগ্রামের সদস্যরা নতুন বাজার এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, আট রাউন্ড তাজা কার্তুজ, ১৫টি ফাঁকা কার্তুজ ও আটটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

এ সময় মনসুর বাহিনীর সক্রিয় পাঁচ সদস্য—আবু নছর চৌধুরী (৪৪), আব্দুল কাদের (৪০), মো. জমির আহমদ (৫৫), মো. জিয়াউর রহমান (৫০) ও মো. সোহেলকে আটক করা হয়। তারা সবাই বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

অভিযানের সময় একদল অজ্ঞাত সন্ত্রাসী কোস্ট গার্ডের গাড়িতে অতর্কিত হামলা চালায় এবং আটককৃতদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরা তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, 'আটককৃত সন্ত্রাসী ও জব্দ করা আলামত হস্তান্তরের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সন্ত্রাস দমন ও উপকূলীয় অঞ্চলে শান্তি বজায় রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

চাহিদাভিত্তিক শিক্ষা ব্যবস্থাই গড়ে তুলবে দক্ষ প্রজন্ম: মিলন

‘নুরাল পাগলার’ লাশ তুলে পোড়ানোর ঘটনায় আড়াই মাস পর মামলা

ভাঙ্গায় সড়কের পাশে লাগেজ ভর্তি পেট্রোলবোমা উদ্ধার

বোরহানউদ্দিনে জামায়াতের ৩০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান মিথ্যা

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা বহিষ্কার

৫৩ বছরে ক্ষমতা প্রেমিক দেখেছি, দেশ প্রেমিক দেখিনি

আ.লীগের ২ নেতাকে ছাড়িয়ে নিতে থানা উড়িয়ে দেয়ার হুমকি যুবদল নেতার

খাদ্যের গুণমান রক্ষায় পরিবেশবান্ধব স্মার্ট প্যাকেজিং উন্নয়নে কর্মশালা

বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যা

বরিশালের উজিরপুরে বিএনপি কার্যালয়ে আগুন