হোম > সারা দেশ

বাঁশখালীতে অস্ত্রসহ কুখ্যাত মনসুর বাহিনীর ৫ সদস্য আটক

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

বাঁশখালীতে দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী মনসুর বাহিনীর পাঁচ সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার নতুন বাজার সংলগ্ন এলাকায় মনসুর বাহিনীর সদস্যরা অস্ত্রের মুখে স্থানীয়দের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও আধিপত্য বিস্তারের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। স্থানীয়দের অভিযোগের পর কোস্ট গার্ড এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ায়।

এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোররাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোস্ট গার্ড বেইজ চট্টগ্রামের সদস্যরা নতুন বাজার এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, আট রাউন্ড তাজা কার্তুজ, ১৫টি ফাঁকা কার্তুজ ও আটটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

এ সময় মনসুর বাহিনীর সক্রিয় পাঁচ সদস্য—আবু নছর চৌধুরী (৪৪), আব্দুল কাদের (৪০), মো. জমির আহমদ (৫৫), মো. জিয়াউর রহমান (৫০) ও মো. সোহেলকে আটক করা হয়। তারা সবাই বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

অভিযানের সময় একদল অজ্ঞাত সন্ত্রাসী কোস্ট গার্ডের গাড়িতে অতর্কিত হামলা চালায় এবং আটককৃতদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরা তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, 'আটককৃত সন্ত্রাসী ও জব্দ করা আলামত হস্তান্তরের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সন্ত্রাস দমন ও উপকূলীয় অঞ্চলে শান্তি বজায় রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল উল্টে বিএনপি নেতা নিহত

নির্বাচন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের অধ্যায়

সিলেট-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন যারা

তারেক রহমানের সফর ঘিরে সিলেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

চরফ্যাশনে ইসলামী আন্দোলনের সভাপতি যোগ দিলেন জামায়াতে

সিলেটে বিচার বিভাগের স্মরণ সভা ও দোয়া মাহফিল

সন্ত্রাসীদের অভয়ারণ্য সীতাকুণ্ডের ছলিমপুর

নোয়াখালীতে হাজতখানায় পরিবার নিয়ে দুই আ.লীগ নেতার ‘বেয়াইখানা’

সিলেটে গণভোটের প্রচারণায় ‘ভোটের রিকশা’ উদ্বোধন

হ্যান্ডকাফ নিয়েই পালালো আবু সাইদ হত্যা মামলার আসামি