হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে সেনা ও র‍্যাবের অভিযান, অস্ত্রসহ আটক ২

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

বাঁশখালীতে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযানে ৪টি আগ্নেয়াস্ত্র, ১০টি কার্তুজ ও বেশকিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। একই সাথে অর্ধ ডজন মামলার আসামি আবুল হাসান ও শওকত ইসলাম নামে দুইজনকেও গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার মধ্য রাতে উপজেলার সরল ইউনিয়নে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করা হয়।

সেনাবাহিনীর বাঁশখালী ক্যাম্প সূত্র জানায়, অবৈধ অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে সেনাবাহিনী এবং র‍্যাবের একটি টিম যৌথ অভিযান পরিচালনা করে। সরল ইউনিয়নে দুইটি বিশৃঙ্খলা সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে প্রতিনিয়ত সংঘাত-সংঘর্ষ লেগেই থাকে। সংঘর্ষে বেশিরভাগ সময় স্থানীয়ভাবে দেশিয় অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটে। সরল ইউনিয়নের এমন পরিস্থিতি স্বাভাবিক করার উদ্দেশ্যে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সময়ে নুরুল কবির গ্রুপের পক্ষের দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামিদের মধ্যে একজন আবুল হাসেম (৫০), যার নামে একাধিক মামলা রয়েছে এবং অপর ব্যক্তি শওকত ইসলাম (৩২), যার নামে একটি হত্যাচেষ্টার মামলা রয়েছে। এছাড়াও অভিযান চলাকালীন সময়ে ১নং ওয়ার্ড, সরল ইউনিয়নের পুরো এলাকা জুড়ে তল্লাশি চালানোর সময়, বেওয়ারিশ অবস্থায় ৪টি আগ্নেয়াস্ত্র, ১০টি কার্তুজ ও বেশকিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

অভিযান শেষে, দুই আসামি ও উদ্ধারকৃত অস্ত্র এবং গোলাবারুদ র‍্যাব এর কাছে হস্তান্তর করা হয়। সেনাবাহিনী আরো জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে সরল এলাকা হতে আরো অস্ত্র উদ্ধার সংক্রান্তে অভিযান চলমান রয়েছে বলেও জানানো হয় ।

সাবেক ছাত্রলীগ নেতা টিপু গ্রেপ্তার

ডিবি হারুনের ক্যাশিয়ার এখন বিএনপি নেতা

খতিব মহিবুল্লাহর অপহরণ নাটক

ভাঙন ঠেকাতে প্রাকৃতিক বাঁধ

ডেঙ্গুতে বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকীর ইন্তেকাল, দাফন সম্পন্ন

আদালতে যে স্বীকারোক্তি দিলেন মুফতি মুহিবুল্লাহ মাদানী

স্বতন্ত্র প্রার্থী হতে এনসিপি থেকে পরিমল চন্দ্রের পদত্যাগ

ছাত্রলীগ-যুবলীগ থেকে যুবদলে, একপক্ষের গুলিতে আরেকপক্ষের সাজ্জাত নিহত

জামায়াতের আমিরকে নিয়ে আপত্তিকর মন্তব্যে পুবাইল থানার ওসি প্রত্যাহার

জুতা পায়ে শহীদ মিনারে জামায়াতের নেতাকর্মীরা