হোম > সারা দেশ > সিলেট

ফেসবুকে ভুয়া ভিডিও ছড়িয়ে উসকানিমূলক পোস্ট

আলোচনায় সাবেক এমপি জিল্লুর

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

যুক্তরাষ্ট্র বসে ফেসবুকে ভুয়া ও উসকানিমূলক পোস্ট ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন মৌলভীবাজার-৩ আসনের সাবেক এমপি জিল্লুর রহমান। বুধবার (১২ নভেম্বর) রাতে জিল্লুর রহমান তার ফেসবুক পেইজে কয়েকটি ভিডিও ও ছবি পোস্ট করেন।

এর মধ্যে রয়েছে চাঁদনীঘাট ইউনিয়নে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের ভিডিও, শমশেরনগরে লকডাউনের সমর্থনে মশাল মিছিল, স্বেচ্ছাসেবক লীগের ‘লকডাউন বাস্তবায়ন’ প্রচারণা। জুড়ি ও মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভের ছবি।

লকডাউন ঘিরে পোস্টে তিনি লিখেছেন, অবৈধ ইউনূস সরকারের পদত্যাগ চাই। জনগণের আন্দোলন থামবে না। দেশ বাঁচাতে, গণতন্ত্র ফেরাতে ঐক্যবদ্ধ জনতার লড়াই চলবে।

জিল্লুর রহমানের ফেসবুক পোস্টে উল্লেখ করা হয় যে, মৌলভীবাজারের শিক্ষার্থীরা লকডাউনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।

তিনি দাবি করেন, ছাত্রলীগের নেতাকর্মীরা মৌলভীবাজার সরকারি কলেজ, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপআঞ্চলিক কেন্দ্রের প্রধান ফটকে তালা ঝুলিয়েছে।

কিন্তু সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ জানিয়েছেন, কোনও প্রতিষ্ঠান তালাবদ্ধ হয়নি। এটি সম্পূর্ণ ভুয়া তথ্য।

এই উসকানিমূলক পোস্টের পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।

মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, এসব ভিডিও ভুয়া। একটি ভিডিও মাগুরার।

তিনি বলেন, এ বিষয়ে সন্ত্রাস দমন আইনে সদর ও জুড়ী উপজেলায় দুটি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় গুজব ছড়ানো এবং অর্থায়নকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ সুপার জানান, জেলার গুরুত্বপূর্ণ স্থানে টহল ও নজরদারি অব্যাহত আছে। কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য সর্বোচ্চ সতর্কতা নেয়া হয়েছে।

রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা

দ্য গার্ডিয়ানস ক্যাপের প্রকল্প পরিদর্শনে পর্তুগিজের সাবেক রাজপরিবার

ধানের শীষের প্রার্থীকে রেখে নেতাকর্মীরাই খেয়ে ফেললেন সব খাবার

কৃষকদের ওপর বিএনপি নেতাদের হামলায় আহত ২৩

লকডাউন প্রতিহত করতে রাতেও জামায়াতের অবস্থান

আমার দেশ সংবাদের জেরে মডেল মসজিদ তদন্তে প্রকল্প পরিচালক

মিয়ানমারে পাচারকালে খাদ্য ও নির্মাণ সামগ্রীসহ ২২ পাচারকারি আটক

ইউএনও অফিসে ইউনিয়ন যুবলীগ সভাপতিকে বিএনপি নেতাকর্মীদের অবরুদ্ধ

বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লক্ষ টাকার ভারতীয় পণ্য আটক

তেলের ঘানি টানা সেই বৃদ্ধ দম্পতি পেলেন সরিষা মাড়াইয়ের মেশিন