সিলেট সদর উপজেলার ছালিয়া গ্রামে ‘দ্য গার্ডিয়ানস ক্যাপের প্রকল্প পরিদর্শন ও নতুন লেক উদ্বোধন করেছেন পর্তুগিজের সাবেক রাজপরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার দুপুরে রাজপরিবারের সদস্যরা প্রকল্প এলাকায় পৌঁছালে সিইও নূর হায়াত ও চিফ প্যাট্টন বি.জে আবু সাঈদ মোহাম্মদ বাকির তাদের ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।
পরে সিলেটের ফাউন্ডেশন ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্যার শেখ আলিউর রহমান, কেজিআইওয়াই এবং স্যার আসিফ নিয়াজ বজলুল, কেজিআইওয়াই, সিইও ও ইউনন অ্যাম্বাসেডর।
বিশেষ অতিথি ছিলেন লর্ড এডুয়ার্ড শিউ, অনারেবল, ইমরান ইমাম ও সি.ডি. হেনরি, অনারেবল, আনজুমেন আরা মারিয়া, স্যার আনিসুল হক (লন্ডন কনসাল, জিসিপিএমসি), ডা. মিথিলা রহমান এবং মানবাধিকার কর্মী রাশেদা পিন্টু প্রমুখ।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আশিকুর রহমান চৌধুরী সংস্থার চলমান ও আসন্ন কার্যক্রম তুলে ধরেন। বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মানবাধিকার কর্মী এবং সমাজসেবীরা অনুষ্ঠানে অংশ নেন।
দ্য গার্ডিয়ানস-ক্যাপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিইও নূর হায়াত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা অসহায় মানুষের পাশে থেকে মানবিক সমাজ গড়তে কাজ করছি। এই সমর্থন আমাদের আরও অনুপ্রেরণা দেবে।
তিনি জানান, প্রকল্পটি আবাসিক পরিবেশে ক্লাস থ্রি থেকে হাইস্কুল লেভেলে শিক্ষার্থীরা ব্রিটিশ কারিকুলামে লেখা পড়া করবে। ১০০-১৫০ জনের জন্য সব ধরনের সুযোগ ও দক্ষ প্রশিক্ষক নিয়োগ দেয়া হবে। আগামী ২০২৬ সালের সেপ্টেম্বর সেশন থেকে শিক্ষা কার্যক্রম শুরু হবে। প্রকল্পের প্রায় ৮৫ শতাংশ কাজ শেষ হয়েছে।