হোম > সারা দেশ > ময়মনসিংহ

অযত্নে অরক্ষিত থাকায় বেহাল দশা স্মৃতিসৌধ, শুকানো হচ্ছে গরুর গোবর

উপজেলা প্রতিনিধি, নিকলী (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদরে অবস্থিত মুক্তিযুদ্ধের চেতনায় নির্মিত স্মৃতিসৌধটি অযত্নে অরক্ষিত থাকায় বর্তমানে বেহাল দশায় রয়েছে।

মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতিস্মরণে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। স্মৃতিসৌধের চারপাশের সীমানা গ্রিল ভেঙে চোরে নিয়ে গেছে এবং ভেতরে জামা কাপড়,খড়খুটা, গরুর গোবর শুকাতে দেখা যায়। সীমানা প্রাচীর না থাকায় উন্মুক্ত রয়েছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ।

নিকলী উপজেলা প্রকৌশল অফিসের সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থ বছরে নিকলী স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধন ও পশ্চিম পাশের প্রতিরক্ষা দেওয়াল নির্মাণের জন্য উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল হইতে ৬ লাখ ১৭ হাজার ৫০০টাকা বরাদ্দ করা হয়েছিলো। সৌন্দর্য বর্ধনের কাজটি এলজিইডি অফিস বাস্তবায়ন করেন।

সরজমিনে নিকলী সদরে অবস্থিত স্মৃতিসৌধে গিয়ে দেখা যায়, চারপাশের সীমানা গ্রিল ভেঙে নিয়ে গেছে চোরে। সীমানা প্রাচীর না থাকায় উঠতি বয়সী তরুণ-বয়োবৃদ্ধরা অবাধে প্রবেশ করছে স্মৃতিসৌধের ভিতরে। মুক্তিযুদ্ধের ইতিহাস ও যুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত এ স্থানটিকে স্থানীয়রা কাপড় শুকানো, আড্ডা দেওয়া এমনকি শিশুরা খেলার স্থান হিসেবেও ব্যবহার করছে। স্থানীয় বাঁশ ব্যবসায়ীরা স্মৃতি সৌধের আঙ্গিনায় বাঁশ রেখে বছরের পর বছর বিক্রি করতেছে দেখা মিলে। বিজয় দিবস ও স্বাধীনতা দিবসের মতো বিশেষ দিনগুলোতে স্মৃতিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হলেও বছরের অন্যান্য সময় এগুলো থাকে অবহেলিত, হয় না সঠিক রক্ষণাবেক্ষণ। এতে স্মৃতিসৌধের পবিত্রতা, ভাবগাম্ভীর্য, পরিবেশ ও পরিচ্ছন্নতা নষ্ট হচ্ছে। ফলে স্মৃতিসৌধের মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, স্মৃতিসৌধ নির্মাণের পর থেকে এর তেমন কোনো সংস্কার বা রক্ষণাবেক্ষণ করা হয়নি। যতটুকু উন্নয়নমূলক কাজ হয় তাও দিবস ঘিরে। বর্তমানে সীমানা প্রাচীরের গ্রিল উধাও হয়ে যাওয়ায় অযত্নে অরক্ষিত এ স্মৃতিসৌধের স্থানটি।

নিকলী উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি দিনার বলেন, অব্যবস্থাপনার কারণে শহীদদের স্মৃতিকে অবমাননা করা হচ্ছে। দ্রুত সীমানা প্রাচীর নির্মাণ, নিয়মিত তদারকি ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিকলী উপজেলা কমান্ড আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবীর জানান, মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ হলো বীর শহীদদের সম্মানের প্রতীক। এর অবহেলা কোনোভাবেই কাম্য নয়। প্রশাসনের উচিত দ্রুত উদ্যোগ নেওয়া।

নিকলী উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম আমার দেশ কে বলেন, তিনি স্মৃতি সৌধটি সরজমিনে পরিদর্শন করে দেখেছেন, সীমানা প্রাচীরের রেলিংগুলো চুরি হয়ে গিয়েছে, নতুন করে আবার সৌন্দর্য বর্ধন এর জন্য খুবই দ্রুত কাজ করা হবে বলে তিনি জানিয়েছেন।

আ.লীগ-জাপা-১৪ দলকে ছাড়া নির্বাচনে যাবো না: কাদের সিদ্দিকী ‎

শান্তিগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

টঙ্গীতে ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১

গণধোলাই খেয়ে হাসপাতালে ট্রাফিক পুলিশ, নেপথ্যে কী

মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজি-টেন্ডারবাজিমুক্ত আধুনিক হাতিয়ার অঙ্গীকার

পানছড়িতে অস্ত্র-গুলিসহ ইউপিডিএফ সদস্য আটক

জাজিরায় খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

চৌদ্দগ্রামে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৫

২৪ ঘণ্টা পরও খোঁজ মেলেনি খাগড়াছড়িতে পালিয়ে যাওয়া হাজতির

উখিয়ায় আগুনে মৃত ১ আহত ১০