হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিয়ানমারে পাচারকালে খাদ্য ও নির্মাণ সামগ্রীসহ ২২ পাচারকারি আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রতিবেশী দেশ মিয়ানমারে বিপুল পরিমাণ খাদ্য ও নির্মাণ সামগ্রী পাচারকালে ২২ জন পাচারকারীকে আটক করা হয়েছে। ওই সময় একটি ট্রলারও জব্দ করা হয়।

বুধবার দিনগত গভীর রাত ১টার দিকে সেন্টমার্টিন দ্বীপের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকা থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট শাকিল মেহবুব।

তিনি জানান, কোস্ট গার্ড গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা-মদসহ অন্যান্য মাদকদ্রব্য মায়ানমার থেকে বাংলাদেশে পাচার করবে। ওই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাত ১টায় কোস্ট গার্ড জাহাজ ‘জয় বাংলা’ সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান চালায়।

তার মতে, অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক দুটি ফিশিং ট্রলার তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৩৩ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা মূল্যের ৬০০ বস্তা মটর ডাল ও ৬৫০ বস্তা সিমেন্টসহ ২২ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দ করা মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট শাকিল মেহবুব বলেন, পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।

দ্য গার্ডিয়ানস ক্যাপের প্রকল্প পরিদর্শনে পর্তুগীজের সাবেক রাজপরিবার

ফেসবুকে ভুয়া ভিডিও ছড়িয়ে উসকানিমূলক পোস্ট

ধানের শীষের প্রার্থীকে রেখে নেতাকর্মীরাই খেয়ে ফেললেন সব খাবার

কৃষকদের ওপর বিএনপি নেতাদের হামলায় আহত ২৩

লকডাউন প্রতিহত করতে রাতেও জামায়াতের অবস্থান

আমার দেশ সংবাদের জেরে মডেল মসজিদ তদন্তে প্রকল্প পরিচালক

ইউএনও অফিসে ইউনিয়ন যুবলীগ সভাপতিকে বিএনপি নেতাকর্মীদের অবরুদ্ধ

বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লক্ষ টাকার ভারতীয় পণ্য আটক

তেলের ঘানি টানা সেই বৃদ্ধ দম্পতি পেলেন সরিষা মাড়াইয়ের মেশিন

মহিলা দলের দুই কর্মীকে লাঞ্ছিত করার অভিযোগ জামায়াতকর্মীর বিরুদ্ধে