হোম > সারা দেশ > রাজশাহী

বিএনপি ধর্ম বেচে রাজনীতি করে না: শামা ওবায়েদ

বেলকুচি (সিরাজগঞ্জ)প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ধর্ম বেচাকেনা করে রাজনীতি করে না তার দল। বৃহস্পতিবার (২০ নভেম্বর ) বিকালে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা মহিলা দলের আয়োজনে সোহাগপুর সরকারি শ্যামকিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল মহিলা সমাবেশ এ কথা বলেন তিনি।

উপজেলা মহিলা দলের আহ্বায়ক ফ্লোর ইকবালের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনের দলীয় মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী জামাল উদ্দিন ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল, সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, জেলা বিএনপি সদস্য গোলাম আজম, সাবেক সদস্য সচিব বনি আমিন, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আবদুল মান্নান, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, জেলা বিএনপির তাঁত বিষয়ক সম্পাদক হাজী আকছেদ আলী প্রামাণিক, সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম ও সাবেক সাংগঠনিক সম্পাদক মনোয়ার চৌধুরী বাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ আরও বলেন,বর্তমানে অনেক দল বড় বড় কথা বলছে। কিন্তু বিএনপি লোক দেখানো রাজনীতি করে না। দলটি জন্মলগ্ন থেকেই মানুষের কল্যাণে কাজ করে আসছে। বিএনপি কখনো ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেনি।”

তিনি নারীদের অধিকার ও সম্মানের প্রসঙ্গ তুলে ধরে বলেন, নারীরা সমাজের অগ্রগতির গুরুত্বপূর্ণ শক্তি। তাদের মর্যাদা ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির নেপথ্যে সাবের চৌধুরী

সালাহউদ্দিনের আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন তারই শিক্ষক

শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতের মন্তব্য গুরুত্বহীন : সারজিস

টমেটোর আগাম বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

সীতাকুণ্ডের প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে তারেক রহমানকে হাজারো নেতৃবৃন্দের চিঠি

নাছির থেকে সাজ্জাদ: জামিন আর খুনের এক ভয়ংকর চক্র

কৈলাশটিলার ১নং কূপে আবারো গ্যাস পাওয়ার সুখবর দিলো পেট্রোবাংলা

ইচ্ছে করেই ফুটবল নিয়ে স্লেজিং করেছি: আসিফ আকবর

জামায়াত জনগণের কল্যাণে রাজনীতি করে: আজহারুল ইসলাম

জেলা প্রশাসকের নির্দেশে রামগতিতে ৮ অবৈধ ইটভাটা ধ্বংস