হবিগঞ্জ- ৪ (চুনারুঘাট-মাধবপুর উপজেলা) আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে চুনারুঘাটে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল সেচ্ছাসেবক দল আয়োজিত বিশাল জনসমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্থানীয় বিষয়ক সম্পাদক শাম্মি আক্তার।
তিনি বলেন, বিএনপির দুর্দিনে রাজপথে আমি নিজে যেমন ছিলাম তেমনি স্বৈরাচার হাসিনা সরকারের সময় যখন চুনারুঘাট-মাধবপুরের বিএনপির নেতাকর্মীরা নির্যাতনের কারণে দিক-বেদিক দিশেহারা হয়ে পড়েছিল তখন আমি পাশে দাঁড়িয়েছি। আমার পরিবার মুক্তিযুদ্ধের শহীদ পরিবার, আমরা ৭১ সাল থেকে এদেশের মানুষের সাথে আমাদের রক্তের সম্পর্ক রয়েছে। এদেশের প্রতিটি জনপদের কোনায় কোনায় শিশির বিন্দুর মতো আমাদের ছোঁয়া রয়েছে এদেশের প্রতিটি জনপদের মানুষ আমাকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে দেখতে চায়। তাই আমার দাবি বিএনপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন হবিগঞ্জ বিবেচনা করে প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা করলে আমি এই আসনটি বিএনপিকে উপহার দিতে পারব।
এ সময় হাজার হাজার নেতা কর্মীরা তার বক্তব্যে উচ্ছ্বাসিত হয়ে করতালি দিয়ে তাকে সাধুবাদ জানায়। এবং তাকে অত্র হবিগঞ্জ (৪) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে দেখতে চায় বলে স্লোগানে স্লোগানে চুনারুঘাট শহর প্রকম্পিত করে তুলে।
এতে বক্তব্য রাখেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুল হক তালুকদার, যুবদল নেতার তোফাজ্জল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা এব ইউনিয়নের চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, গাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর সেলিম, উবাহাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল মালেক, ছাত্রদলের সদস্য সচিব মারুফ আহমেদ।