ঝিনাইদহ শহরতলীর পবহাটি ঈদগাহ পাড়ায় প্রতিবেশীর খাটের নিচ থেকে উদ্ধার করা হয়েছে তিন বছরের এক শিশুর লাশ।
নিহত সাইমা আক্তার সাফা পবহাটি ঈদগাহ পাড়ার ভ্যানচালক সাহিদুল ইসলামের মেয়ে।
পুলিশ জানিয়েছে, গতকাল বুধবার সকাল সাড়ে আটটার দিকে সাফা খেলার জন্য বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় খোঁজ না পেয়ে পরিবারের লোকজন এক পর্যায়ে এলাকায় মাইকিং করে খোঁজাখুজি করে। পরে রাত সাড়ে নয়টার দিকে শাহিদুলের প্রতিবেশী মাসুদ হোসেনের দ্বিতীয় স্ত্রী শান্তনা খাতুন (২৮) সাফার লাশ বাড়ির পাশের ঈদগাহ মাঠে ফেলে দেয়ার চেষ্টা করলে জানাজানি হয়ে যায়। এ সময় গ্রামবাসী মাসুদের বাড়ি ঘেরাও করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল রাত ১০টায় মাসুদের স্ত্রী শান্তনার ঘরের খাটের নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় সাফার লাশ উদ্ধার করে।
ঝিনাইদহ সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, সাফাকে পারিবারিক কলহের কারণে প্রতিবেশী শান্তনা গলাটিপে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। ময়নাতদন্তের পর আরো বিস্তারিত জানা যাবে। শান্তনাকে আটক করা হয়েছে। লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।