খাগড়াছড়িতে সাদেক কায়েম
খাগড়াছড়ি জেলার গুইমারাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদেক কায়েম নিজ জেলা খাগড়াছড়িতে সফরের পথে গুইমারাতে সংক্ষিপ্ত পথসভা করেছে।
২৬ নভেম্বর খাগড়াছড়িতে সফরে আসার সময় গুইমারাতে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
গুইমারা উপজেলা জামায়াতের আমির ডা. রফিকুল ইসলামের নেতৃত্বে ভিপি সাদেক কায়েমকে ফুলেল শুভেচ্ছা জানায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ।
পথসভায় সাদেক কায়েম বলেন ভারতীয় প্রেসক্রিপশনে আওয়ামীলীগ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে বলে অভিযোগ করেন ঢাকসু ভিপি।
এ সময় তিনি বলেন, আমি আপনাদের পাহাড়ের সন্তান শিক্ষাসহ যে কোন ক্ষেত্রে সমস্যায় আমি আপনাদের পাশে থাকবো। তিনি আরো বলেন জুলাই যুদ্ধে এ অঞ্চলের মানুষের ভূমিকা ছিলো তাই জুলাই আন্দোলনের শহীদদের রক্তে গড়া নতুন বাংলাদেশ বিনির্মাণে সট মানুষদের নির্বাচিত করার আহ্বান জানান।
সাদেক কায়েম খাগড়াছড়িতে আগমন উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলা থেকে শত শত মোটরসাইকেল নিয়ে স্বাগত জানাতে দেখা গেছে।