ঈশ্বরদীতে জামায়াত নেতার উদ্যোগ
পাবনার ঈশ্বরদীতে একদিনে প্রায় আট হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন। চিকিৎসাসেবার পাশাপাশি বিনামূল্যে দেওয়া হয়েছে প্রয়োজনীয় ওষুধ ও ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস। শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত এ উদ্যোগের আয়োজক ছিলেন পাবনা জেলা জামায়াতের আমির ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল।
‘অধ্যাপক আবু তালেব মণ্ডল সমর্থক ফোরাম’-এর ব্যবস্থাপনায় আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় ঈশ্বরদী শহরের টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে। সকালে ক্যাম্পের উদ্বোধন করেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
সেবাদানকারী চিকিৎসকদের মধ্যে ছিলেন- রাজশাহী মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রফেসর ডা. বাহারুল ইসলাম, প্রফেসর ডা. নুরে আলম সিদ্দিকী, প্রফেসর ডা. ফাতেমা সিদ্দিকা, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. আফসার সিদ্দিকী এবং শিশু রোগ বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলামসহ প্রায় দুই ডজন বিশেষজ্ঞ চিকিৎসক। এদিন পাকশীর দিয়াড় বাঘইল থেকে আসা রিমা খাতুন নামে এক রোগী বলেন, চর্মরোগে ভুগছিলাম অনেকদিন ধরে। ভালো ডাক্তার দেখাতে পারছিলাম না। এখানে এসে ডাক্তার দেখাতে ও বিনামূল্যে ওষুধ পেয়ে খুব ভালো লাগছে। আয়োজকদের ধন্যবাদ জানাই। রিমার মতো অসংখ্য রোগীই এদিনের মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
এ বিষয়ে আয়োজক অধ্যাপক আবু তালেব মণ্ডল বলেন, রাষ্ট্রীয়ভাবে এখনো সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হয়নি। তাই ব্যক্তি উদ্যোগে এমন স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করলে মানুষের কষ্ট কিছুটা লাঘব হয়। সেবাগ্রহণকারীরা সামান্য উপকার পেলেও আমাদের এই আয়োজন সার্থক। এই ক্যাম্পে প্রায় আট হাজারেরও বেশি অসহায় মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি বলেন, দেশের মানুষ যদি আমাদের ওপর আস্থা রাখেন এবং দায়িত্ব দেন, আমরা ক্ষমতাকে ভোগের নয়, বরং আমানত হিসেবে দেখব। জনগণের কল্যাণেই কাজ করব, সেটাই আমাদের অঙ্গীকার।
অনুষ্ঠানের প্রধান অতিথি এডিসি মো. জাহাঙ্গীর আলম বলেন, চিকিৎসা মানবসেবার এক গুরুত্বপূর্ণ অংশ। এ আয়োজন প্রমাণ করেছে, ইচ্ছা থাকলে সমাজে বড় পরিবর্তন আনা সম্ভব। প্রশাসনের পক্ষ থেকে আমরা এ ধরনের মানবিক উদ্যোগে সব সময় সহযোগিতা করব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—পাবনার সহকারী সিভিল সার্জন ডা. খাইরুল ইসলাম, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার, আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম ও ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ডা. নুরুজ্জামান প্রামাণিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এসএম সোহেল।
চিকিৎসকদের মধ্যে বক্তব্য দেন—মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. নুরে আলম সিদ্দিকী ও গাইনি অ্যান্ড অবস ইনফারটিলিটি বিশেষজ্ঞ সার্জন, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. ফাতেমা সিদ্দিকা।