হোম > সারা দেশ > ঢাকা

পাকুন্দিয়ায় দলীয় পদে পুনবর্হাল বিএনপি নেতা মাহফুজ

উপজেলা প্রতিনিধি, (পাকুন্দিয়া) কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ মাহফুজুর রহমানকে দলীয় পদে পুনর্বহাল করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত দলীয় প্যাডে এক পত্রের মাধ্যমে তাকে দলীয় পদে পুনর্বহাল করা হয়।

পত্রে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ৯ আগস্ট পাকুন্দিয়া পৌর বিএনপির সহ-সভাপতির পদ থেকে মোহাম্মদ মাহফুজুর রহমানকে অব্যহতি প্রদান করা হয়েছিল। তার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক অব্যহতি আদেশ প্রত্যাহার করে দলীয় পদে পুনর্বহাল করা হলো। এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখতে তাকে নির্দেশনা প্রদান করা হয়।

পাকুন্দিয়া পৌর বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ মাহফুজুর রহমান পত্র পাওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করিয়েছিল। আমার আবেদন পুনর্বিবেচনা করে দলীয় পদে পুনর্বহাল করায় জেলা ও উপজেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই। দলকে শক্তিশালী করতে অতীতের মতো ভবিষ্যতেও সক্রিয় থাকবো।

নদীতে ট্রাক্টর উল্টে পড়ে এক পরিবারের তিন নারী নিহত

‘আমি কি কুমিল্লায় হজ করতে আসছি’, বলা সেই এএসপি বরখাস্ত

ঐতিহাসিক ধানুয়া কামালপুর হানাদারমুক্ত দিবস পালিত

ফেনসিডিলের বিকল্প হিসেবে ভারত থেকে ঢুকছে ‘চকো প্লাস’

দেবিদ্বার হানাদার মুক্ত দিবস আজ

হবিগঞ্জে পটকা ফোটানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

প্রশ্ন হাতে পেয়েও বার্ষিক ইংরেজি পরীক্ষা নেননি প্রধান শিক্ষক

প্র‌তিবেশীর খাটের নিচ থেকে উদ্ধার তিন বছরের শিশুর লাশ

বিএনপি প্রার্থীদের বিরুদ্ধে এককাট্টা মনোনয়নবঞ্চিতরা

আমাকে যদি ফাঁকি দেন, ফাঁকি দেবেন আল্লাহকে: বিএনপি প্রার্থী জসিম