হোম > সারা দেশ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিভিন্ন স্থানে কোরআন খতম ও দোয়া

আমার দেশ অনলাইন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে সারাদেশে কোরআন খতম ও দোয়া মাহফিল অব্যাহত রয়েছে। বুধবার দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আমার দেশ প্রতিনিধিরা এ তথ্য জানান।

সীতাকুণ্ড প্রতিনিধি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাজুড়ে বিভিন্ন ইউনিয়নে কোরআন খতম, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দিনব্যাপী সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে এসব আয়োজন সম্পন্ন হয়। এছাড়াও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক লায়ন আসলাম চৌধুরীর ভাটিয়ারীস্থ বাসভবনে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি জানান, অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বাড়িতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বুধবার দুপুরে দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি জানান, বুধবার দুপুরে বাউফল পৌর শহরে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সৈয়দ আহমেদের বাসভবনে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়ার আয়োজন করা হয়। এ সময় জানের সদকা হিসেবে গরু জবাই করে এতিমখানা, হাফেজি মাদরাসা ও গরিবদের মাঝে গোশত বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন- সামুয়েল আহমেদ লেনিন, তরিকুল ইসলাম মোস্তফা, প্রকৌশলী এনামুল হক বিপন, শাহ আলম, আসাদুল ইসলাম আসাদ, আলী আজগর সুজন, রিয়াজুল ইসলাম রিয়াজ, আশিক বিল্লাহ, আবু জাফর, ইশতিয়াক রসুল শোয়েব, তারেক প্রমুখ।

বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের খানজাহান আলী মাজার মাঠে সাবেক সংসদ সদস্য এমএএইচ সেলিমের উদ্যোগে গতকাল বাদ জোহর বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেনÑফকির তরিকুল ইসলাম, মাহবুবুর রহমান টুটুল, মো. সাইফুল ইসলাম, মেহবুব উল হক কিশোর, নজরুল ইসলাম, মনিরা ইসলাম প্রমুখ।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, আড়াইহাজার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, পরিচালনা করেন ডেপুটি কমান্ডার আবু সিদ্দিক ভূঁইয়া। মোনাজাত পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন।

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের চিরিরবন্দরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বাদ আসর উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে এ বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আলহাজ মো. আখতারুজ্জামান মিয়া।

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের বাসাইল উপজেলা মহিলা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন রাশেদা সুলতানা রুবি। উপস্থিত ছিলেন- মামুন আল জাহাঙ্গীর, নুরনবী আবু হায়াত খান নবু, আক্তারুজ্জামান তুহিন, আবুল কালাম আজাদ পিন্টু, মর্জিনা আক্তার রোকসানা খানম প্রমুখ।

লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুরে গতকাল দুপুরে দৃষ্টিপ্রতিবন্ধী ব্রেইল হাফিজিয়া মাদরাসায় ছাত্রদল নেতা হাসিবুর রহমান অভির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে শিশুদের নিয়ে দুপুরের খাবারের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুল মোনায়েম। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন, বাহাদুর হোসেন নোবেল প্রমুখ।

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি জানান, সরিষাবাড়ীতে ফরিদুল কবীর তালুকদার শামীমের উদ্যোগে রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সাইদুল হাসান শিপনের সভাপতিত্বে দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন আলহাজ আজিম উদ্দিন আহমেদ।

বেনাপোল প্রতিনিধি জানান, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরের শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটনের উদ্যোগে কোরআনখানি, এতিম শিশুদের খাবার বিতরণ, ছাগল দান এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি উপজেলার প্রতিটি ইউনিয়নে সাদকা হিসেবে একটি করে ছাগল দান করা হয়। বেনাপোলের জামিয়া ইসলামিয়া লতিফা ইয়াসমিন এতিমখানায় এতিম শিশুদের জন্য দুটি ছাগল ও খাবার বিতরণ করা হয়। এ সময় এতিমখানার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। ছাগল ও খাবার বিতরণ শেষে প্রতিষ্ঠানটিতে পবিত্র কোরআন খতম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, আখতারুজ্জামান আক্তার, আমিরুল ইসলাম, সাইদুজ্জামানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি জানান, ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জালালুর রহমান আকন, জয়নাল আবেদীন, কিশোর মাহমুদ, হাসিব ভুট্টো, আশিকুর রহমান, নুরুজ্জামান বাদল, মারুফ প্রমুখ।

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ভালুকা উপজেলার মামারীশপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার রাতে দোয়া মাহফিলের আয়োজন করেন ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ মুহাম্মদ মোর্শেদ আলম। এতে সভাপতিত্ব করেন ছাইফুল্লাহ চৌধুরী। উপস্থিত ছিলেন সালাউদ্দিন আহাম্মেদ, মজিবুর রহমান মজু, রুহুল আমীন, নাসিরউদ্দিন সরকার, আবুল কালাম আজাদ, সদস্য মাওলানা এসফাকুর রহমান, রাশিদা খাতুন, ইমতিয়াজ আহাম্মেদ বুলবুল, সৌমিক হাসান সোহাগ, শাহ মোহাম্মদ সুজন, কায়সার আহাম্মেদ কাজল ।

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি জানান, শরীয়তপুরের ডামুড্যায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার ঐতিহ্যবাহী কাজী বাড়ি জামে মসজিদের বার্ষিক তাফসির কোরআন মাহফিল শেষে উপস্থিত হাজারো মুসল্লিদের নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতার কামনায় দোয়া করেন মুফতি কামাল উদ্দিন মাসরুর। এ সময় উপস্থিত ছিলেন মো. কামাল উদ্দিন সিকদার, জুলহাস পেদা, সাব্বির সিকদার, নাজমুল সিকদার, সিম্পল সিকদার, মোহাম্মদ নান্নু মৃধা, ইমাম হাফেজ নোমান ছিদ্দিকী।

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ মাগরিব কাপাসিয়া বাজারের সদর সড়কে অবস্থিত দলীয় কার্যালয়ে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন আব্দুল করিম ব্যাপারী, খলিলুর রহমান, আফজাল হোসাইন, জান্নাতুল ফেরদৌসী, ফকির ইস্কান্দার আলম জানু, এফএম কামাল হোসেন, ফরিদুল আলম বুলু, মামুনুর রশিদ, ইমরান হোসেন শিশির, জাহিদুল ইসলাম জাহিদ, ফরিদ শেখ প্রমুখ।

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুল মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আশরাফুল হক, তোসিকুল আলম, সফিকুল ইসলাম ও আলমগীর কবির জুয়েল। দোয়া পরিচালনা করেন মাওলানা নবীবুর রহমান।

চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কমনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা আাইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট আ স ম আব্দুর রউফের সভাপতিত্বে মাহফিলে দোয়া পরিচালনা করেন কোর্ট জামে মসজিদের খাদেম হাফেজ মো. খালিদ সাইফুল্লাহ। এ সময় সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, মইন উদ্দীন মইনুল, ওয়াহেদুজ্জামান বুলা, বদিউজ্জামান, খন্দকার অহিদুল আলম মানি উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া করা হয়।

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি জানান, ঝিনাইদহের কালীগঞ্জে সকল শ্রেণি পেশার মানুষের অংশ গ্রহণে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল করা হয়েছে। কালীগঞ্জ উপজেলার ও পৌর বিএনপির উদ্যোগে বুধবার বিকেল ৪টায় শহরের সরকারি নলডাঙ্গা ভুষনস্কুল মাঠে দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রদল নেতা হামিদুল ইসলাম হামিদ।

ভোটে আওয়ামী দোসরদের সুযোগ দিলে নির্বাচন কমিশন ঘেরাও: রাশেদ খান

শিশু সাইমার লাশ পাওয়া গেল প্রতিবেশীর খাটের নিচে

ওসমানীনগরে যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও লুটপাট

নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ বন্ধুর মৃত্যু

চাটমোহরে মহিলা দলের দুই নেত্রী গ্রেপ্তার

আট দলের সমাবেশ থেকে ফেরার পথে পৃথক দুর্ঘটনায় নিহত ২

জামায়াতই দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রকৃত রক্ষাকবচ

হবিগঞ্জের প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে

কালী মন্দিরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা

ভোট চুরি করতে আসলে হাত নিয়ে যেন ফিরে যেতে না পারে: এটিএম আজহার