হোম > সারা দেশ

ড্রেন খুঁড়তে গিয়ে মাটির নিচ থেকে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

জমির ড্রেন খুঁড়তে কৃষক মাটির নিচ থেকে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করেছেন। বৃহস্পতিবার ২০ নভেম্বর দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবাড়ী পশ্চিমপাড়া এলাকার কৃষক আব্দুল আজিজ গ্রেনেডটি দেখতে পান। পরে স্থানীয়রা খবর দিলে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি থানায় নিয়ে আসেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানান, কৃষক আব্দুল আজিজ (৭০) নিজ জমিতে সেচের পানি নামানোর জন্য ড্রেন খুঁড়ছিলেন। এ সময় তিনি মাটির নিচে গোলাকার ধাতব বস্তু দেখে কাছে গিয়ে দেখেন এটি গ্রেনেডের মতো দেখতে। পরে তিনি সতর্কতার সঙ্গে এটি তুলে বাড়িতে নিয়ে আসেন। খবর ছড়িয়ে পড়লে কৌতূহলী গ্রামবাসী তার বাড়িতে ভিড় করেন। পরে পুলিশ গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কৃষক আব্দুল আজিজ বলেন, ‘মাটি খুঁড়তে গিয়েই গ্রেনেডটি দেখি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আমার বাড়ির পাশে মুক্তিযোদ্ধারা অবস্থান করতেন। তখন তাদের হাতে গ্রেনেড দেখেছি। পাকিস্তানি হানাদার বাহিনীর গতিরোধে আশপাশের সেতু–কালভার্টে গ্রেনেড নিক্ষেপ করতেন তারা। সম্ভবত সেই সময়ের ফেলে রাখা কোনো গ্রেনেডই এটি।

আদিতমারী থানার ওসি আলী আকবর জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে গ্রেনেডটি মুক্তিযুদ্ধকালীন সময়ের। এটি বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় মাটির নিচে ছিল। বিধি মোতাবেক গ্রেনেডটি ডিসপোজ করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আপাতত এটি থানায় নিরাপদে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

সিলেট-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন যারা

তারেক রহমানের সফর ঘিরে সিলেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

চরফ্যাশনে ইসলামী আন্দোলনের সভাপতি যোগ দিলেন জামায়াতে

সিলেটে বিচার বিভাগের স্মরণ সভা ও দোয়া মাহফিল

সন্ত্রাসীদের অভয়ারণ্য সীতাকুণ্ডের ছলিমপুর

নোয়াখালীতে হাজতখানায় পরিবার নিয়ে দুই আ.লীগ নেতার ‘বেয়াইখানা’

সিলেটে গণভোটের প্রচারণায় ‘ভোটের রিকশা’ উদ্বোধন

হ্যান্ডকাফ নিয়েই পালালো আবু সাইদ হত্যা মামলার আসামি

কুড়িগ্রামে অন্যতম একটা মডেল ইলেকশন করতে চাই

সীতাকুণ্ডে নিহত র‍্যাব কর্মকর্তা আব্দুল মোতালেবের দাফন সম্পন্ন