পটুয়াখালীর মির্জাগঞ্জে খালাবাড়ি বেড়াতে এসে বখাটেদের মারধরে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের পিতা আব্দুল বাসেত তালুকদার বাদী হয়ে মির্জাগঞ্জ থানা একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বুধবার সকালে র্যাব-৮ এর সহযোগিতায় পুলিশ হত্যা মামলার প্রধান আসামি রাইয়ানকে(২২) বরিশাল থেকে গ্রেপ্তার করেছে।
নিহত যুবকের নাম মো. সিয়াম (১৮)। তিনি পটুয়াখালী সদর থানার ইটবাড়িয়া ইউনিয়নের ঘোপখালি গ্রামের আব্দুল বাসেত তালুকদারের ছেলে।
গত মঙ্গলবার বিকালে সুবিদখালী সরকারি কলেজ সংলগ্ন এলাকায় বালুর মাঠে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সিয়াম মির্জাগঞ্জে খালার বাড়িতে বেড়াতে আসে। বিকালে খালাতো ভাই আব্দুল্লাহ আল মাহমুদের সঙ্গে সুবিদখালী সরকারি কলেজ এলাকায় ঘুরতে যায়।
এ সময় কলেজ সংলগ্ন এলাকার বাসিন্দা বখাটে রাইয়ানের সাথে তাদের কথার কাটাকাটি ও তর্ক বিতর্ক হয়। একপর্যায়ে রাইয়ান ও তার সহযোগী তিন থেকে চারজন তাদেরকে স্থানীয় বালুর মাঠে নিয়ে মারধর করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত্যু ঘোষণা করেন এবং গুরুতর আহত আব্দুল্লাহ আল মাহমুদকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, এ বিষয়ে নিহতের পিতা তিন থেকে চার জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। প্রধান আসামি রাইয়ানকে বরিশাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার জোর তদন্ত চলছে।