হোম > সারা দেশ > চট্টগ্রাম

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সন্দ্বীপে দোয়া মাহফিল

উপজেলা প্রতিনিধি, সন্দ্বীপ (চট্টগ্রাম)

সন্দ্বীপে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বিকাল ৪ টায় চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের বিএনপি মনোনয়নপ্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য (দপ্তরে সংযুক্ত) তারিকুল আলম তেনজিং-এর বাড়িতে এই আয়োজন করা হয়।

আয়োজনে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ বলেন, “আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর সুস্থতা শুধু বিএনপির নয়, পুরো জাতির প্রত্যাশা।” চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আরিফ উদ্দিন রিয়াদ বলেন, “ আজকের দোয়া মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন। মহান আল্লাহ যেন আমাদের প্রিয় নেত্রীকে দ্রুত আরোগ্য দান করেন—এটাই সকলের একান্ত কামনা।”

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী এমদাদুর রহমান আলমগীর, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফেরদৌস, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ, আরিফ উদ্দিন রিয়াদ, শরিফুল ইসলাম ওমর, আবদুর রহমান, উত্তরজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুব রকি, উত্তরজেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইয়াছিন রিয়াদ।

এছাড়াও উপস্থিত ছিলেন— উড়িরচর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম জাবেদ, মগধরা ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাস্টার গোফরান উদ্দিন, গাছুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ বাদশাহ, বাউরিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক টিটু হায়দার, বাউরিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি বেলায়েত হোসেন ও সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, নাজিরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি প্রার্থী এরশাদ উল্লাহ। এছাড়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতা–কর্মীসহ চিকিৎসক ডা. আবদুল করিম, মুরাদ হোসেন, মোহাম্মদ রফিক এবং আবদুল আজিজ আবেদ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ক্বারী মোহাম্মদ ইউসুফ আলী।

কৃষকলীগ নেতার সুপারিশে সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিলেন ওসি

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

ময়মনসিংহ রেঞ্জে নতুন ৪ পুলিশ সুপার নিয়োগ

ফেনীতে দুর্ধর্ষ ডাকাতি, অর্ধকোটি টাকার মালামাল লুট

চট্টগ্রামে ১১ জেলায় নতুন এসপি হলেন যারা

সিলেট বিভাগে নারীসহ ৪ নতুন পুলিশ সুপার নিয়োগ

রংপুর বিভাগের নতুন পুলিশ সুপার যারা

বরিশালে ৬ জেলায় নতুন পুলিশ সুপার হলেন যারা

যারা ধর্মের নামে রাজনীতি করতে চায়, তাদেরকে প্রতিহত করতে হবে

খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে হালুয়া ঘাটে দোয়া মাহফিল