হোম > সারা দেশ

সারা দেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আমার দেশ ডেস্ক

সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা এবং বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান। শুক্রবার এ দিবস পালিত হয়েছে। সারা দেশের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত।

টাঙ্গাইল প্রতিনিধি জানান, বেলা ১১টায় জেলা বিএনপির উদ্যোগে শহীদ স্মৃতি পৌর উদ্যানে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল।

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, এ উপলক্ষে ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলমের নেতৃত্বে র‍্যালি বের করা হয়। এতে ফতুল্লা থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। র‍্যালির সামনের সারিতে মোহাম্মদ শাহ আলমকে হাতে ধানের ছড়া হাতে নিয়ে নেতৃত্ব দিতে দেখা যায়।

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি জানান, দিবসটি উপলক্ষে র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং উপজেলা পরিষদ চত্বরে জমায়েত হয়। এরপর ৭ নভেম্বরের ওপর আলোচনা সভা উপজেলা বিএনপির সভাপতি সাদিকুল ইসলাম নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, বিএনপি নেতা এনামুল হক, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, এ উপলক্ষে গতকাল সকালে নাগরপুর সরকারি কলেজ মাঠ থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনায় মিলিত হয়। এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলুকে নিয়ে র‍্যালি করেছে নাগরপুর উপজেলা বিএনপি এবং সব সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আহাম্মেদ হোসেন রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবির সঞ্চালনায় র‍্যালি শেষে আলোচনা করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বিএনপি মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলু।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, এ উপলক্ষে মুন্সীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধসেবা প্রদান করা হয়েছে। শুক্রবার জেলা শহরের মুন টাওয়ারে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ড্যাবের সভাপতি মো. মফিজুল ইসলাম প্রধান অতিথি এবং ডা. নিজাম উদ্দিন হেলাল বিশেষ অতিথি ছিলেন। অ্যাডভোকেট মাহাবুব আলম স্বপনের সভাপতিত্বে বক্তব্য দেন মঞ্জুর মোর্শেদ। ক্যাম্পে পাঁচ শতাধিক রোগীকে সেবা প্রদান করা হয়।

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের দেলদুয়ারে এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ চানখার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম ফেরদৌস আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মো. আজাদ মিয়া, মো. ওয়াহেদ উল্লাহ মিয়া, ফরহাদ তালুকদার, রবিন মিয়া, অপু তালুকদার শিপলু, বাবুল চৌধুরী, কালাম তালুকদার, বাবলু চৌধুরী, মাহবুবুর রহমান বাদল, সোহানুর রহমান সোহেল, আলামিন মোল্লা প্রমুখ।

দৌলতখান (ভোলা) প্রতিনিধি জানান, উপজেলা বিএনপি অফিসে দলীয় পতাকা উত্তোলন শেষে দৌলতখান পৌর শহরে র‍্যালি বের করে উত্তর বাজার শহীদ মিনার চত্বরে গিয়ে র‍্যালিটি শেষ হয়। পরে শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার, উপজেলা যুবদল নেতা আব্বাস উদ্দিন জাবেদ প্রমুখ।

ধামরাই (ঢাকা) প্রতিনিধি জানান, ধামরাই উপজেলা চত্বর থেকে র‍্যালি বের করেন উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন। র‍্যালিটি পৌরসভার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ের সামনে এসে আলোচনা সভা করে।

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সকালে উপজেলা থানা চত্বর প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, শাজাহান, খালিদ হাসান উত্থান, মোহাম্মদ চান মিয়া, সাইফুল ইসলাম লেলিন, বদিউজ্জামান রানা, জাকির হোসেন প্রিন্স, আব্দুল্লাহ আল মামুন, রোমান আহমেদ, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি জানান, সংহতি দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্য দেন গাইবান্ধা-৫ সাঘাটা-ফুলছড়ি আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফারুক আলম সরকার। উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও মইন প্রধান লাবুর সঞ্চালনায় বক্তব্য দেন অ্যাডভোকেট নাজেমুল ইসলাম নয়ন, বীর মুক্তিযোদ্ধা মতলুবর রহমান রেজা, মোস্তাক আহমেদ মিলন, আহম্মেদ কবির শাহীন, জসিউল করিম পলাশ প্রমুখ।

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি জানান, এ উপলক্ষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য দেন জিয়ানগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন, মো. মোস্তাল হাফিজ, আহসানুল হক ছগির, কবির হোসেন খান, নজরুল ইসলাম হাওলাদার, হাফিজুর কবির তালুকদার, আতিকুর রহমান, শাহিদুল ইসলাম, আল আমিন হোসেন, জুয়েল রানা প্রমুখ।

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি জানান, বিএনপির কার্যালয় থেকে সিংগাইর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি মিছিল পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিংগাইর বাসস্ট্যান্ডে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও মানিকগঞ্জ-২ আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত ইঞ্জিনিয়ার মঈনূল ইসলাম খান শান্ত।

রাজশাহী অফিস জানান, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তিনদিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী মহানগর বিএনপি। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ফেস্টুন পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

দিবস উপলক্ষ্যে, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া আগামীকাল (শনিবার) রক্তদান কর্মসূচি এবং পরশুদিন (রোববার) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।

ভালোবাসায় বদলে গিয়েছিল ‘সন্ত্রাসী’ বাবলার জীবন, কিন্তু গুলিতে থেমে গেল সব

সীতাকুণ্ডে কেন্দ্রের চাপিয়ে দেয়া মনোনয়ন তৃণমূলের প্রত্যাখ্যান

শতবর্ষ পেরিয়েও কর্মমুখর জীবন

বিএডিসি কর্মকর্তার হেফাজতে থাকা ৭৭০৭ বস্তা লুট

আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি মেধা বৃত্তি ও সম্মাননা প্রদান রোববার

সিলেটে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে র‌্যালি-সমাবেশ

ফরিদপুরে ৭ নভেম্বরের অনুষ্ঠানে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ-আগুন

ছাত্রদল নেতার বৃক্ষরোপণ কর্মসূচিতে নিষিদ্ধ ছাত্রলীগ, ‘বইছে ঝড়’

নওগাঁ বিএনপির সনিকে নিয়ে পোস্ট ভাইরাল

ঐকমত্য কমিশন গভীর ষড়যন্ত্রে লিপ্ত: হারুনুর রশিদ