হোম > সারা দেশ > ঢাকা

গেম দিয়ে নয়, বিদেশে যেতে হবে নিয়ম মেনে: ইউএনও

শিবচর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচর উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে এক কর্মশালায় শিবচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান বলেছেন, সম্মিলিত প্রচেষ্টাই পারে গেম দিয়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার প্রবণতা রোধ করতে। ইতালি যাওয়ার স্বপ্নে সাগরে ডুবে মারা যাচ্ছে কারো ভাই, কারো ছেলে। যেকোনো মূল্যে এই মৃত্যুযাত্রা আমাদের ঠেকাতে হবে।

বুধবার (১৯ নভেম্বর) ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে অভিবাসনপ্রবণ জেলা মাদারীপুরের শিবচরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক কর্মশালায় তিনি আরো বলেন, গেম দিয়ে নয়, বিদেশ যেতে হবে নিয়ম মেনে। অবৈধভাবে ইউরোপে যাওয়ার প্রবণতা আমাদের রোধ করতে হবে। ভূমধ্যসাগরে নৌকাডুবি হলেই আমাদের উপজেলার মানুষের অনেক বেশি মৃত্যুর সংবাদ পাওয়া যায়। শিবচর উপজেলার মানুষ সচেতন হলে অনেকের এমন অকাল মৃত্যু রোধ করা যাবে'।

মাদারীপুরের ব্র্যাক জেলা সমন্বয়কারী মিতু রানী দেবনাথের সভাপতিত্বে নিরাপদ অভিবাসন ও টেকসই পুনরেকত্রীকরণ বিষয়ক এ উপজেলা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘যারা বিদেশ যাবেন তারা সঠিক তথ্য জেনে-বুঝে তারপর বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেবেন। অনিয়মিতভাবে বিদেশ যেতে গিয়ে প্রতারণা-পাচারের শিকার হওয়ার পাশাপাশি জীবনহানির ঘটনা ঘটছে। পরিবারের, সমাজের দায়িত্বশীলদের উচিত যুবসমাজকে সচেতন করা। অনিরাপদ অভিবাসন, মানবপাচারের ঝুঁকি সম্পর্কে সবাইকে জানানো।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাতেমা মাহজাবিন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বেল্লাল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা রবীন্দ্রনাথ দত্ত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবিএম সৌরভ রেজা শিহাব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূর্ণিমা কবিরাজ, প্রবাসী কল্যাণ ব্যাংকের সিনিয়র অফিসার মো. শহিদুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আশফিকুর রহমান।

মাল্টা-ফেরত অভিবাসী মাহাতাব মৃধা ও আব্দুল হান্নান নিজেদের নিঃস্ব হয়ে ইউরোপ থেকে ফেরত আসার পর প্রত্যাশা-২ প্রকল্পের সহায়তায় মনো-সামাজিক, সামাজিক ও অর্থনৈতিক পুনরেকত্রীকরণ সেবা পাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করেন। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। কর্মশালাটি পরিচালনা করেন মাদারীপুরের এমআরএসসি কো-অর্ডিনেটর জয় বণিক।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের রিজিয়নাল এমআরএসসি কো-অর্ডিনেটর দেবানন্দ মণ্ডল। সভায় আরও উপস্থিত ছিলেন জেলার অভিবাসন বিষয়ের সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাবৃন্দ, বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, বিদেশফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যগণ।

বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা এবং সারা বিশ্বের শীর্ষস্থানীয় এনজিও ব্র্যাক ১৯৭২ সালের প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশে ও দেশের বাইরে নানাবিধ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি কর্মসূচি হল মাইগ্রেশন প্রোগ্রাম। ব্র্যাকের এই প্রোগ্রাম ২০০৬ সাল থেকে দেশের অভিবাসনপ্রবণ জেলাসমূহে বিদেশগামী নারী ও পুরুষের মাঝে সঠিক তথ্যের মাধ্যমে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম, বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ, অভিবাসন খাতে অ্যাডভোকেসি ও নানাবিধ সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

ছাতকে ১২৮ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেপ্তার

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান গ্রেপ্তার

ছাত্রীকে বিয়ে করে উধাও শিক্ষক, থানায় গেলেন প্রথম স্ত্রী

বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন রাজনৈতিক প্রচারে গেলেন প্রধান শিক্ষক

ফেনীতে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

বিএনপির নির্বাচনি প্রচারে সরব প্রার্থী ও বঞ্চিতরা, বাড়ছে বিভক্তি

প্রবাসে মৃত্যুবরণকারীদের লাশ দেশে আনতে ভোগান্তির শেষ নেই

কুমিল্লায় একই স্থানে বিএনপির দুই পক্ষের সভা সরাতে প্রশাসনের চিঠি

কুমিল্লায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ চান্দিনায়