হোম > সারা দেশ > রংপুর

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

​লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে সবুজ মিয়া (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর সীমান্তে এ ঘটনা ঘটে।

​নিহত সবুজ মিয়া জগতবেড় ইউনিয়নের পঁচাভান্ডার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

​স্থানীয় ও সীমান্ত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে তিস্তা ব্যাটালিয়ন-৬১ বিজিবির অধীনস্থ শমশেরনগর সীমান্তের মেইন পিলার ৮৬৪/৫ এর বিপরীতে ভারতের অভ্যন্তরে কেনাকাটা নামক স্থানে এ ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, গরু পারাপারের উদ্দেশ্যে কয়েকজন বাংলাদেশি ওই সীমান্তে গেলে ভারতীয় ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের কেনাকাটা ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই সবুজ মিয়ার মৃত্যু হয়। ঘটনাস্থলটি ভারতের সীমান্তের অন্তত ৩০ গজ ভেতরে বলে জানা গেছে।

​এ বিষয়ে জানতে তিস্তা ব্যাটালিয়ন-৬১ বিজিবির অধিনায়কের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

​পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিজস্ব মাধ্যমে সীমান্তে এমন একটি ঘটনার খবর পেয়েছি। তবে বিজিবি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। শুনেছি এ ঘটনায় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

‘আমি কি কুমিল্লায় হজ করতে আসছি’, বলা সেই এএসপি বরখাস্ত

ঐতিহাসিক ধানুয়া কামালপুর হানাদারমুক্ত দিবস পালিত

ফেনসিডিলের বিকল্প হিসেবে ভারত থেকে ঢুকছে ‘চকো প্লাস’

দেবিদ্বার হানাদার মুক্ত দিবস আজ

হবিগঞ্জে পটকা ফোটানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

প্রশ্ন হাতে পেয়েও বার্ষিক ইংরেজি পরীক্ষা নেননি প্রধান শিক্ষক

প্র‌তিবেশীর খাটের নিচ থেকে উদ্ধার তিন বছরের শিশুর লাশ

বিএনপি প্রার্থীদের বিরুদ্ধে এককাট্টা মনোনয়নবঞ্চিতরা

আমাকে যদি ফাঁকি দেন, ফাঁকি দেবেন আল্লাহকে: বিএনপি প্রার্থী জসিম

বিএনপি নেতাকর্মীদের পদত্যাগের হিড়িক, নানা বিতর্কে আযম