মতলবে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন,আমরা বিএনপি, আওয়ামীলীগ, জাতীয় পার্টিরসহ সকলে শাসন দেখেছি, ইসলামি নীতি আদর্শ যে নীতি আদর্শ শান্তির পথ দেখিয়েছেন আল্লাহরাব্বুল আলামিন। সেই নীতি আদর্শ অমারা দেখি নাই, তবে তা দেখেছি ৫ আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানের পর। তখন দেখেছিলাম দেশের জান মাল হেফাজতের জন্য, ট্রাফিক সিগন্যালে অনেকেই এগিয়ে এসেছিলেন কিন্তু এক দল নেমে ছিল চাঁদাবাজির জন্য, দখলের জন্য, লুট করার জন্য এজন্য। ৫৩ বছরে ক্ষমতা প্রেমিক দেখেছি, দেশ প্রেমিক দেখিনি।
তিনি আজ ১৩ নভেম্বর সন্ধ্যায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরে মতলব হাই স্কুল মাঠে ইসলামী আন্দোলন মতলব দক্ষিণ উপজেলার আয়োজনে তৃণমূল সম্মেলনে এ কথাগুলো বলেন।
মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মাওলানা আনসার আহমেদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন মনোনীত চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মানসুর আহমদ সাকি,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের চাঁদপুর জেলার সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, সহ-সভাপতি মাওলানা আফসার উদ্দিন ,জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নাসির উদ্দিন, মাওলানা মোক্তার আহমদ,চাঁদপুর জেলার সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, চাঁদপুর সদর যুব আন্দোলন নেতা মো. হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন মতলব উত্তর উপজেলার সদস্য সচিব আলহাজ্ব মাইন উদ্দিন, সদস্য শফিকুল ইসলাম প্রধান, জামায়াত ইসলামী নেতা আবু সাঈদ, ইসলামী ছাত্র আন্দোলন মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মো. আলামিন,পৌর শাখার যুব আন্দোলনের মো. সজীব,কোরআন তেলাওয়াত করেন, মতলব দক্ষিণ ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নীরব ।
সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মানসুর আহমদ সাকির হতে হাত পাখা তুলেদেন।
এ সময় ইসলামী আন্দোলনসহ সকল অঙ্গ-সংগঠনের মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন স্তরের হাজার হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।