হোম > সারা দেশ > রংপুর

তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় এবং তাঁর স্ত্রী সুবর্ণা রায়-এর ময়নাতদন্ত শেষে আজ সোমবার (৮ ডিসেম্বর) বেলা ৩টার দিকে তাদের মরদেহ রাহিমাপুরের খিয়ারপাড়া এলাকায় নিজ বাড়িতে আনা হয়।

পারিবারিক আনুষ্ঠানিকতা শেষে বিকাল সাড়ে ৪ টায় মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায়কে স্থানীয় রহিমাপুর চাকলা সরকারি প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গণে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাব্বর হোসেন, তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক ডা. আলী হোসেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার কর্মরত শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপস্থিত ছিলেন তার দুই ছেলে রা‌জেশ রায় ও সুবেন্দ্র রায়। তাদের মধ্যে একজন বাংলাদেশ পুলিশে ও একজন র‌্যাব ক্যাম্প জয়পুরহাটে কর্মরত আছেন।

পরে যোগেশ চন্দ্র রায় ও তাঁর স্ত্রী সুবর্ণা রায়ের শেষকৃত্য বাড়ির পাশের শ্মশানে সম্পন্ন হয়।

ঘটনায় নিহত দম্পতির পুত্র সুবেন্দ্র রায় বাদী হয়ে তারাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। যার নম্বর- ২, তারিখ: ০৭ ডিসেম্বর,২০২৫।

উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের রাহিমাপুর খিয়ারপাড়া গ্রামে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭৫) এবং তাঁর স্ত্রী সুর্বণা রায় (৬০)-কে তাদের নিজ বাড়িতে নৃশংসভাবে গলা ও মাথায় কুপিয়ে নির্মমভাবে খুন করে দুর্বৃত্তরা।

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি, সাবেক বিএনপি নেতা গ্রেপ্তার

জনগণের আস্থা অর্জনে দায়িত্বশীল ভূমিকা পালন করবে পুলিশ

খালেদা জিয়ার সুস্থতায় গণরোজা শেষে ১০ হাজার মানুষের ইফতার

গণঅধিকার প্রার্থীর জনসভায় এতো মানুষ আইলো কোইথাইক্কা?

খাগড়াছড়ির পানছড়িতে জামায়াত প্রার্থীর গণসংযোগ

ভোটে নয়, ইসলামের বিজয় অনেক আগেই হয়েছে: এনায়েতুল্লাহ আব্বাসী

বোচাগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা

জামায়াত কর্মীকে পিটিয়ে জখম বিএনপি নেতার

সৌদি আরবে কর্মস্থলে দগ্ধ হয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

দক্ষিণ বন বিভাগের ড্রাইভার রঞ্জনের বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি