হোম > সারা দেশ > বরিশাল

উজিরপুর-বাবুগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সেবাসপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, উজিরপুর (বরিশাল)

বরিশাল জেলার উজিরপুর উপজেলায় ‘দেশীয় জাত উন্নত প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সেবাসপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

২৬ নভেম্বর বুধবার সকাল ১১ টায়, উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায়, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের প্রদর্শনী মাঠে, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. গোলাম মাওলা এর সভাপতিত্বে, ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. জেরিন জামান অনির সঞ্চালনায়, প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা, উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মহেশ্বর মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগমে, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম প্রমুখ।

এদিকে, বরিশালের বাবুগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫। বুধবার সকালে উপজেলা অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এই প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রদীপ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার নাজমুল সালেহীন, শহীদ আবীরের বাবা মিজানুর রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে নিরাপদ মাংস, দুধ ও ডিম উৎপাদন, প্রাণিসম্পদ উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, কৃষির পাশাপাশি প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত প্রদর্শনীতে গরু, ছাগল, হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্য, আধুনিক খামার প্রযুক্তি ও ভেটেরিনারি সেবা-সংক্রান্ত মোট ৩০টি স্টল অংশ নেয়। দিনব্যাপী প্রদর্শনী ঘুরে অংশগ্রহণকারীরা প্রাণিসম্পদ খাতের সর্বাধুনিক তথ্য ও সেবার সাথে পরিচিত হন। প্রদর্শনী শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

প্রথম বারের মতো নারী পুলিশ সুপার পেল বরিশাল

আ.লীগের সাবেক এমপি মোস্তাফিজের বিরুদ্ধে সমন জারি

ক্ষতিকর রাসায়নিক দিয়ে আইসক্রিম তৈরি, ফ্যাক্টরি সিলগালা

বিএনপি নেতা হাবিবুর রহমানকে জামায়াত নেতার চ্যালেঞ্জ

১ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা নাগরিক আটক

টঙ্গীতে নির্মাণাধীন বাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর

মহানবী (সা.)–কে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

ছুটি ছাড়া টানা ৮৭ দিনই কর্মস্থলে অনুপস্থিত পৌরসভার প্রকৌশলী

হাসিনার মাধ্যমে এদেশে ইসলাম বিরোধী শক্তি সৃষ্টি হয়েছিল

আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বিএনপি-জামায়াতের সমন্বয় সভা