কুমিল্লায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো আরিয়ান (২২ মাস) ও সাদিয়া (২১ মাস)। বৃহস্পতিবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে সকালে লাঙ্গলকোট উপজেলার রায়কোট ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের হাফেজ বাড়িতে। আরিয়ান ওই গ্রামের আহসান হাবীবের ছেলে ও সাদিয়া সালাহ উদ্দিনের মেয়ে। তথ্যটি নিশ্চিত করেছেন শিশুদের চাচা মোছলেম মিয়া।
স্থানীয় লোকজন ও চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বৃহষ্পতিবার সকালে নিজ বাড়ির পুকুর পাড়ে খেলা করছিল দুই শিশু আরিয়ান ও সাদিয়া। হঠাৎ খেলার ছলে দুইজন পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন অনেকক্ষণ খোঁজাখুঁজি করতে থাকে। অনেকক্ষণ পর পুকুরের উত্তর পাড় দিয়ে পাশের বাড়ির আলমগীরের স্ত্রী ফারজানা বেগম যাওয়ার সময় দুই শিশুকে পানিতে ভাসতে দেখে চিৎকার দেন। বাড়ির লোকজন দ্রুত তাদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এদিকে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনদের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে উঠে।
নিহতদের চাচা মোছলেম মিয়া বলেন, খেলার ছলে হঠাৎ করে দুই শিশু পানিতে পড়ে কিছুক্ষণ পর ভেসে উঠে। আমরা টের পেয়ে তাদেরকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, কম বয়সী শিশুদের যত্নে মায়েদের আরো বেশি সতর্ক হতে হবে। বিশেষ করে পুকুর পাড়ে তাদেরকে খেলতে দেয়া যাবে না। কারণ, ইতোপূর্বে খেলার ছলে পুকুরের পানিতে ডুবে অসংখ্য শিশুর মৃত্যু হয়েছে। সুতরাং, আমাদেরকে সকলকে ছোট শিশুদের সার্বিক বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রবিউল হাসান জানান, হাসপাতালে আনার আগেই পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।