নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের শাসনগাঁও এলাকায় পঞ্চবটি–মুক্তারপুর দ্বিতল সড়কের পাইলিংয়ের সময় আবারও তিতাস গ্যাসের প্রধান পাইপলাইন ফেটে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে।
শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ১২ ইঞ্চি ব্যাসের এ পাইপলাইন ফেটে যায়। এসময় তীব্র শব্দে গ্যাস বের হতে থাকলে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ সিদ্ধিরগঞ্জের গোদনাইল অঞ্চল থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়।
২৪ ঘণ্টা পেড়িয়ে গেলেও ((২৩ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত) পাইপলাইনটি মেরামত করা সম্ভব হয়নি।
এতে নারায়ণগঞ্জের বেশির ভাগ আবাসিক এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো গ্রাহক। গ্যাস-নির্ভর শিল্পকারখানার উৎপাদনেও ব্যাপক ব্যাঘাত ঘটছে।