হোম > সারা দেশ > ঢাকা

ভৈরবকে জেলার দাবিতে এবার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে জেলার দাবিতে ঢাকা-সিলেট ও ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন স্বর্বস্তরের ছাত্র-জনতা। রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেড় ঘণ্টার এই কর্মসূচিতে ছাত্র-যুবক ও জনতা অংশ নেন। অবরোধের ফলে মহাসড়ক দুটির উভয়পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী সাধারণ দুর্ভোগের শিকার হন। বিলম্বিত হয় তাদের যাত্রা। তবে জরুরি চিকিৎসা সেবায় ব্যবহৃত গাড়ি, এ্যাম্বুলেন্স, বিদেশগামী ও ফেরত যাত্রীদের বহনের গাড়িগুলিকে অবরোধমুক্ত রাখা হয়।

দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে এই সময় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, ২০০৯ সালের জুলাই মাসে ভৈরববাসীর দীর্ঘদিনের দাবির মুখে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ভৈরবে এক জনসভায় ভৈরবকে জেলা হিসেবে ঘোষণা করেন। পরে ওই বছরের অক্টোবর মাসে কিশোরগঞ্জকে ভেঙ্গে কটিয়াদী, বাজিতপুর, অষ্টগ্রাম, কুলিয়ারচর উপজেলার সমন্বয়ে ‘ভৈরবকে’ ৬৫তম জেলা হিসেবে ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে তৎকালীন আওয়ামী লীগ সরকার।

সে সময় ‘অখন্ড কিশোরগঞ্জ’ দাবি তুলে আন্দোলনে নামে কিশোরগঞ্জ সদরের লোকজন। পর্দার আড়াল থেকে তৎকালীন স্পীকার আব্দুল হামিদ, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিরোধিতা করেন। ফলে প্রজ্ঞাপন জারি এবং জেলার সম্ভাব্য জরিপে সব দিক থেকে প্রজেটিভ ফলাফলের পরও বাস্তবায়ন হয়নি সরকারে গ্রহণ করা সিদ্ধান্ত।

সেই ন্যায্য দাবি আদায়ে তারা আজ আবারও মাঠে নেমেছেন। এই যুক্তিক দাবিকে তারা তাদের অধিকার আখ্যা দিয়ে বলেন, দাবি না মানলে তারা সড়ক, রেল ও নৌপথ বন্ধ করে দেশকে অচল করে দিবেন বলে হুশিয়ারি দিয়ে বলেন-রাজধানী ঢাকা থেকে দেশের পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করাসহ ভৈরবের উপর দিয়ে যাওয়া বিদ্যুৎ সঞ্চালন লাইন, গ্যাস সরবরাহ লাইনও বিচ্ছিন্ন করা হবে।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল হক, পৌর বিএনপির সভাপতি হাজী শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাওলানা শাহরিয়ার, গোলাম মহিউদ্দিন, মুহাম্মদ জুনায়েদ, গণ অধিকার পরিষদের সমন্বয়ক ইমতিয়াজ আহমেদ কাজল, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান আল মামুন, উপজেলা যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন সুজন, ছাত্রদলের সাবেক সভাপতি আল মাহমুদ আফজাল, সাধারণ সম্পাদক ইমন প্রমুখ।

চিহ্নিত আ.লীগ নেতাদের বিএনপিতে পদ দেয়ার প্রতিবাদে মশাল মিছিল

নেই দাদা-দাদীও, কালামের দুই সন্তানকে দেখবে কে?

জুলাইযোদ্ধাদের তালিকায় ভুয়া নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন

শাপলা কিভাবে আদায় করতে হয় এনসিপি জানে: সারজিস

মসজিদে আমির হামজাকে ‘রাজনৈতিক বক্তব্য’ দিতে নিষেধ করায় লাঞ্ছিত বিএনপি নেতা

সাজিদ হত্যার তদন্তে আরো সময় চেয়েছে সিআইডি

বিএনপির অ্যাড. সাখাওয়াতের নির্দেশে আদালত প্রাঙ্গণে জাতীয় বক্সিং প্লেয়ারকে হামলা

মৎস্য সম্পদ উন্নয়ন কার্যক্রম আরো গতিশীল করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা

বড়পুকুরিয়ায় প্রথম ইউনিটে ফের বিদ্যুৎ উৎপাদন শুরু

বিএনপি ক্ষমতায় গেলে সুন্দরী নারীরা রাস্তায় বের হতে পারবে না: ফয়জুল করিম