হোম > সারা দেশ > সিলেট

নির্বাচনে হলফনামায় তথ্য গোপন করেছিলেন শেখ হাসিনা: দুদক চেয়ারম্যান

সিলেট ব্যুরো

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের জাতীয় নির্বাচনের সময় নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপন করেছিলেন। তবে দুদক বিষয়টি নিয়ে কাজ করলেও মনোনয়ন বাতিলের এখতিয়ার ছিলো না। রোববার সিলেটের কবি নজরুল অডিটরিয়ামে গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, সন্তানের কাছে ঘুষখোর হিসেবে পরিচিত হওয়ার চেয়ে লজ্জার কিছু হতে পারে না। তাই আমাদের কাজের নৈতিকতা বজায় রাখা উচিৎ।

সিলেটে দুদকের গণশুনানিতে ৭৩টি অভিযোগ দাখিল করা হয়। ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ স্লোগানে সিলেটে দুদকের ১৯১তম গণশুনানি অনুষ্ঠিত হয় । যার উদ্দেশ্য জনসচেতনতা বৃদ্ধি, সরকারি ও স্বায়ত্বশাসিত দপ্তরের সেবার মান উন্নয়ন, সেবাগ্রহীতাদের হয়রানি রোধ এবং দুর্নীতি প্রতিরোধ।

জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে গণশুনানিতে বিশেষ অতিথি ছিলেন দুদক কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী, দুদক সচিব মোহাম্মদ খালেদ রহিম প্রমুখ। এছাড়াও সিলেটের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা অংশ নেন।

গণশুনানিতে বিভিন্ন সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে হয়রানি বা বঞ্চনার শিকার হওয়া নাগরিকরা ৭৩টি অভিযোগ কমিশনের সামনে তুলে ধরেন। এসব অভিযোগ যাচাই-বাছাই করে যথাযথ নিষ্পত্তির আশ্বাস দেওয়া হয়। বলা হয়, দেশের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে দুর্নীতি শূন্যে নামাতে এ ধরনের গণশুনানির আয়োজন করা হচ্ছে।

সারাদেশব্যাপী এ উদ্যোগের অংশ হিসেবে আজ (রোববার) সিলেটে গণশুনানি অনুষ্ঠিত হলো। কোথাও দুর্নীতি বা অনিয়মের প্রমাণ মিললে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

গণশুনানিতে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সশরীরে উপস্থিত হয়ে সিলেট-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন সড়কের ধীরগতি ও অনিয়ম, সিলেট-ঢাকা রুটে বিমানের টিকিটের উচ্চমূল্যসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ জানিয়েছেন।

ড. মোমেন সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, দুর্নীতির ঘটনা প্রকাশ করে সাংবাদিকরা দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। দুদক কোনো বিচারকারী প্রতিষ্ঠান নয়; তাদের কাজ হলো মামলার প্রমাণ আদালতে উপস্থাপন করা। বিচার প্রক্রিয়ার দায়িত্ব আদালতের।

এর রোববার সকালে সিলেটের আলমপুরে দুদক সিলেট বিভাগীয় কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দুদক চেয়ারম্যান। এসময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সিলেট একটি পূণ্যভূমি, যেখানে দুর্নীতি হওয়া উচিত নয়। এজন্য সকলকে সতর্ক ও সোচ্চার থাকতে হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে দুদকের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, দুদক সচিব মোহাম্মদ খালেদ রহিম, মহাপরিচালক মোঃ আকতার হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

হাতপাখার মনোনয়ন পেলেন পদত্যাগ করা বিএনপির কেন্দ্রীয় নেতা

হিজাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষের অভিযোগ

‘মিনিস্টার বাড়ি’ নিয়ে বিভ্রান্তি ছড়ানো নিয়ে সংবাদ সম্মেলন

হাইমচরে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী আটক

দলীয় সিদ্ধান্ত অমান্য করলে শারীরিক নির্যাতন করার হুমকি বিএনপি নেতার

বিএনপি সব সময় জনগণের অধিকার আন্দোলনে অটল থেকেছে: লুনা

জামায়াত প্রার্থীর ৩ হাজার মোটরসাইকেলের শোডাউন

মওদূদীবাদীদের যে ইসলাম ওটা বোকাস ইসলাম: এ্যানি

অসহায়দের হুইলচেয়ার বিতরণ জামায়াতের প্রার্থী ড. হাফিজুর রহমানের

‎পরশুরাম কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ