হোম > সারা দেশ > সিলেট

সিলেটে জামায়াতসহ ৮ দলের মহাসমাবেশ ৬ ডিসেম্বর

সিলেট ব্যুরো

সিলেটে জামায়াতসহ ৮ দলে সমাবেশ অনুষ্ঠিত হবে শনিবার (৬ ডিসেম্বর)। মহানগর জামায়াত কার্যালয়ে মঙ্গলবার সন্ধ্যায় ৮ দলের লিয়াজো কমিটির এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে এ দিন বেলা ২টায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ৮ দলের শীর্ষ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

এরআগে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে জেলা ও মহানগর ৮ দলের যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সর্বসম্মতিক্রমে ১৩ সদস্যের লিয়াজো কমিটি গঠন করা হয়। সমাবেশ বাস্তবায়নে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলামকে সমন্বয়ক ও ১২ জনকে সদস্য করে গঠিত ১৩ সদস্য বিশিষ্ট লিয়াজো কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন, জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা সাঈদ আহমদ, মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর সভাপতি মাওলানা এমরান আলম ও জেলা সভাপতি মাওলানা মো. ইকবাল হোসাইন, খেলাফত মজলিস সিলেটজেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ ও মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, নেজামে ইসলাম পার্টি মহানগর সভাপতি মাওলানা মুজাম্মিল হক তালুকদার ও জেলা সভাপতি হাফিজ মাওলানা আবু ইউসুফ চৌধুরী, খেলাফত আন্দোলন জেলা সভাপতি মাওলানা নাসির উদ্দিন, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি মহানগর সভাপতি কবির আহমদ।

এদিকে, প্রেস ব্রিফিংয়ে ৮ দলের কেন্দ্রীয় লিয়াজো কমিটির পক্ষে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

প্রেস ব্রিফিংয়ে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণে ৫ দফা দাবিতে ৮ দল যুগপৎ কর্মসূচি পালন করে আসছে। এর আলোকে দেশের ৭টি বিভাগীয় শহরে মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ৩০ নভেম্বর থেকে এসব কর্মসূচি পালিত হবে।

ছাত্রাবাসে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

চট্টগ্রামে সন্ত্রাসীদের অডিওতে উঠে এল খুনের অর্ডার

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

ইসকনের হাতে আইনজীবী হত্যা, ১৮ আসামি এখনো অধরা

ভারতীয় প্রেসক্রিপশনে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে

বিএনপির মজিদকে প্রার্থী না দিলে ভোট দেবেন না ৫৭ হাজার সনাতনী

দেশে ভোট ভোট খেলা আর হতে দেওয়া যাবে না: সাইফুল হক

ড. ফয়জুল হককে জামায়াতের প্রার্থী ঘোষণা

আমার দেশ সম্পাদককে হত্যাচেষ্টা মামলার আরো এক আসামি গ্রেপ্তার

বিকেএসপিতে নারী খেলোয়াড়দের সুরক্ষা সেমিনার অনুষ্ঠিত