সিলেটের কোম্পানীগঞ্জে নোহা গাড়ি বোঝাই ১৮’শ ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। রোববার সকাল ৭টায় উপজেলার টুকের বাজার সংলগ্ন ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রোড থেকে এই গাড়ি ভর্তি মদের চালান আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একটি কলো রঙের এক্স নোহা গাড়িতে পশ্চিম ইসলামপুর ইউনিয়নের টুকের বাজার এলাকার দক্ষিণ ইসলামপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় রোডে ভারতীয় মদের চালান লোড হচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে ওসি পুলিশ ফোর্সদের নিয়ে সেখানে অভিযান চালান। এসময় পুলিশের গাড়ি দেখে সকলে পালিয়ে যায়। অভিযানে একটি এক্স নোহা গাড়ি ভর্তি ১৮’শ ৩০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববারও আমরা অভিযান চালাই। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের করা হয়েছে।