গাজীপুর-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. হাফিজুর রহমান এর উদ্যোগে ও ইউরোপ এইড ফাউন্ডেশনের সহযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন অসহায়দের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। রোববার বিকালে টঙ্গীর সফিউদ্দিন সরকার স্কুল এন্ড কলেজ মাঠে এই আয়োজন করা হয়।
ড. হাফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন বলেন, ইসলামের সমাজ প্রতিষ্ঠিত হলে কেউ বঞ্চিত হবে না, কাউকে এখানে এসে সহযোগিতা নিতে হবে না। আগামীর নির্বাচনে ড. হাফিজুর রহমানকে এমপি নির্বাচিত করলে গাজীপুর-৬ এর মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, ইনশাআল্লাহ।
ড. হাফিজের দেশি এবং বিদেশি সম্পর্ক গাজীপুর-৬ কে মডেল হিসেবে গড়ে তোলা যাবে। আপনারা সেই সিদ্ধান্ত নিলে একজন মেইক চেঞ্জার পাবেন।
সভাপতির বক্তব্যে ড. হাফিজুর রহমান বলেন, রাষ্ট্রের এই পিছিয়ে পড়া মানুষদের সকল দায়িত্ব সরকারের নেয়ার কথা। তাদের বাড়িতে গিয়ে এই সেবা পৌঁছে দেয়া উচিত। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে, রাষ্ট্র এবং সমাজ এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের এড়িয়ে চলতে চায়। আমরা এই মানুষগুলোকে সমাজের সকল জায়গায় অগ্রাধিকার দিতে চাই। তাদের ঘরে ঘরে অধিকার পৌঁছে দিতে চাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের অফিস সেক্রেটারি আবু সিনা মামুন, যুব ও ক্রীড়া সম্পাদক নেয়ামত উল্লাহ শাকের, গাছা থানা জামায়াতের আমির মিয়াজ উদ্দিন মাস্টার, টঙ্গী পশ্চিম থানা আমির আনোয়ার হোসাইন ভূইয়া, ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নেয়ামত উল্লাহ ভূইয়া, ৫০ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সোলাইমান হোসাইন ও ৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাফেজ আল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।