হোম > সারা দেশ > রংপুর

মাদারগঞ্জে নদীতে ডুবে মারা যাওয়া পঞ্চম শিশুর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ঝিনাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুই দিন পর সর্বশেষ শিশু বৈশাখীর (১০) লাশ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা।

রোববার (২ নভেম্বর) সকালে উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানী আনোয়ার সরকার বাড়ির ঘাট এলাকায় ঝিনাই নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। এ নিয়ে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করা হলো।

বৈশাখী শেরপুরের নকলা উপজেলার টাংগালিয়া এলাকার হোসেন আলীর মেয়ে। মারা যাওয়া অন্যরা হলো- উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানী এলাকার দুদু মিয়ার ছেলে আবু হোসেন (৮) ও মেয়ে পলি আক্তার (১২), চর ভাটিয়ানী আমতলী এলাকার আজাদের মেয়ে কুলসুম এবং সরিষাবাড়ি উপজেলার বাউশী এলাকার নুর ইসলামের মেয়ে সায়েবা আক্তার (৮)।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়ারহাউজ ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন জানান, গত শুক্রবার ঝিনাই নদীতে ৫ শিশু ডুবে যায়। পরে ৩ শিশুর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার আরেক শিশুর লাশ উদ্ধার করা হয়। রোববার সকালে সর্বশেষ নিখোঁজ শিশু মরদেহ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, গত শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানী আনোয়ার সরকার বাড়ির ঘাট এলাকায় ঝিনাই নদীতে ৬ শিশু একসঙ্গে নৌকা দিয়ে গোসল করতে যায়। একপর্যায়ে নৌকা পানিতে তলিয়ে গেলে তাদের মধ্যে ইয়াসিন নামের এক শিশু সাঁতরে তীরে উঠতে পারলেও অপর ৫ শিশু নদীতে ডুবে যায়। পরে সন্ধ্যা পর্যন্ত তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়। রাতে উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করা হয়। শনিবার সকাল থেকে আবারো উদ্ধার অভিযান শুরু হয়। সকালে কুলসুমের লাশ উদ্ধার করা হলেও নিখোঁজ বৈশাখীকে পাওয়া যায়নি। রোববার সকালে বৈশাখীর লাশ উদ্ধার করে পরিবারের সদস্যরা। এ ঘটনায় এলাকায় শোকের মাতম বইছে।

জামায়াত ভোটে জিতলে বাংলাদেশকে উন্নয়নের স্বর্গরাজ্যে পরিণত করবে

পঞ্চম বার মনোনয়ন পেয়ে রেকর্ড গড়লেন সরোয়ার জামাল নিজাম

মনোনয়ন পেলেন এহছানুল হক মিলন কচুয়ায় আনন্দ মিছিল

সিলেট বিভাগের বিএনপি প্রার্থীদের অভিনন্দন জানালেন হুমায়ুন কবির

মনোনয়ন না পেয়ে সড়কে আগুন দিয়ে অবরোধ

হরিণ শিকারীদের হামলায় বন কর্মকর্তা আহত, আটক-৩

কুড়িগ্রামের চারটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

বিএনপির মনোনয়ন পাননি আসলাম চৌধুরী, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ

মাদকবিরোধী অভিযানে যুবদল নেতা মাহতাব গ্রেপ্তার

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিকাণ্ড