হোম > সারা দেশ > সিলেট

কালের সাক্ষী জকিগঞ্জ জমিদার বাড়ি

এখলাছুর রহমান, জকিগঞ্জ (সিলেট)

জকিগঞ্জ জমিদার বাড়ি

সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জকিগঞ্জ জমিদার বাড়ি। ২৫০ বছরের পুরোনো এই জমিদার বাড়ি চরম অবহেলায় জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। একসময় জমিদার পরিবারের ঐশ্বর্য, সামাজিক প্রভাব ও সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক হিসেবে পরিচিত এই বাড়িটি আজ ভাঙনের মুখে। স্থানীয়ভাবে ‘বাবুর বাড়ি’ নামে পরিচিত স্থাপনাটি ধীরে ধীরে বিলীন হয়ে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

জানা গেছে, জমিদার দীপ্তি কুমার দাসের পরিবারের আবাসস্থল ছিল এই বাড়িটি। যেখানে বহু প্রজন্ম ধরে সামাজিক, ধর্মীয় ও মানবিক নানা কর্মকাণ্ড পরিচালিত হতো। বর্তমানে বাড়িটির দেখভাল করছেন পঞ্চম জমিদারের সন্তান শুভ্র কান্তি দাস চন্দন। তিনি আক্ষেপ করে বলেন, ‘আর্থিক অক্ষমতার কারণে এত বড় একটি স্থাপনা সংস্কার করা সম্ভব হচ্ছে না। পরিবারের অনেক সদস্য ভারতে বসবাস করায় সংস্কার বা বিক্রি কোনোটাই কার্যকরভাবে এগিয়ে নেওয়া যাচ্ছে না। বর্তমানে এই জরাজীর্ণ ভবনে পরিবার নিয়ে কোনোমতে বসবাস করছি।’

বাড়িটির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে দুর্গাপূজার কাছারি ঘর। প্রতি বছর এখানে ধর্মীয় পূজা-অর্চনা অনুষ্ঠিত হওয়া ছাড়াও সালিশ, বিচার এবং সামাজিক সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র হিসেবেও ব্যবহার করা হতো। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্য দেবজিৎ বিশ্বাস বলেন, ‘এই জমিদার বাড়ি শুধু একটি স্থাপনা নয়—এটি আমাদের ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। ভেঙে যেতে দেখা সত্যিই কষ্টের।’

স্থানীয়রা জানান, একসময় এই বাড়ি ছিল এলাকার অন্যতম সাংস্কৃতিক কেন্দ্র। পরিবারের সদস্যরা ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি মানুষের নানা সামাজিক সমস্যা সমাধানের উদ্যোগ নিতেন এখানে। কিন্তু দীর্ঘদিনের অবহেলা, আর্থিক সীমাবদ্ধতা এবং পরিবারের সদস্যদের বিদেশে বসবাসের কারণে বাড়িটি সংরক্ষণ এখন বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে।

শুভ্র কান্তি দাস বলেন, ‘একটি বড় পরিবার ও শতাব্দী প্রাচীন বাড়ি একা সামলানো কঠিন। স্থানীয় প্রশাসন বা জাতীয় পর্যায়ে কেউ এগিয়ে এলে হয়তো এই ঐতিহাসিক নিদর্শন রক্ষা করা সম্ভব হবে।

প্রত্নতাত্ত্বিক গুরুত্ববাহী এই জমিদার বাড়িটি সংরক্ষণে স্থানীয়দের দাবি—সরকারি বা বেসরকারি কোনো সংস্থা দ্রুত উদ্যোগ নিক। ভবিষ্যৎ প্রজন্মের জন্য অতীতের ঐতিহ্য ধরে রাখতে এমন স্থাপনা সংরক্ষণ অপরিহার্য বলে মনে করেন তারা। জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নের গদাধর গ্রামে অবস্থিত এই বাড়িটি সময়োপযোগী উদ্যোগ ও পেশাদার সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে পর্যটনকেন্দ্র হিসেবেও গড়ে তোলার দাবি জানিয়েছেন এলাকাবাসী ।

নওগাঁয় বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী, উদ্যোগ নেই মশা নিধনের

মধুখালীতে দুই নদীভাঙনে ভিটামাটি ছাড়া পাঁচ শতাধিক পরিবার

শীতের আগমনে বোচাগঞ্জে খেজুর রস ও খাঁটি গুড়ের নানা উৎসব

আড়াই যুগ ধরে পরিত্যক্ত অর্ধশতাধিক ভবন, অপসারণে নেই উদ্যোগ

ফসলি জমি নষ্ট করে নদী খনন, প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল

ড্রাইভারে ‘জিম্মি’ কক্সবাজার দক্ষিণ বন বিভাগ

আজ ৬ ডিসেম্বর নবাবগঞ্জ হানাদারমুক্ত দিবস

আগারগাঁও ও নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১০

সারা দেশে ইনসাফ-ন্যায়ের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে

‘তরে যেখানেই পাব, পা কেটে ফেলব’ উপজেলা ছাত্রদল আহ্বায়কের হুমকি