হোম > সারা দেশ > চট্টগ্রাম

পাকিস্তান জিন্দাবাদ স্লোগানের ভিডিও উদ্দেশ্যমূলক প্রপাগান্ডা

উপজেলা প্রতিনিধি, সন্দ্বীপ (চট্টগ্রাম)

পাকিস্তান জিন্দাবাদ প্রচার একটি মহলের উদ্দেশ্যমূলক প্রপাগান্ডা

সন্দ্বীপের আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে অংশগ্রহণকারী সব দেশের প্রতিনিধিদের স্বাগত জানাতে জিন্দাবাদ স্লোগান দিলেও শুধু পাকিস্তান জিন্দাবাদ প্রচার একটি মহলের উদ্দেশ্যমূলক প্রপাগান্ডা।

রোববার অনুষ্ঠিত কোরআন তিলাওয়াত সম্মেলনের আয়োজক কমিটির ভাষ্য অনুযায়ী, বিগত বছরের মতো এ বছরের সম্মেলনেও পাকিস্তান, মিশর, ইরান, ফিলিপাইন ও তুরস্কসহ কয়েকটি দেশের ক্বারি ও বক্তারা অংশ নেন। আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের স্বাগত জানানোর প্রচলিত রীতির অংশ হিসেবে অনুষ্ঠানে প্রতিটি অতিথি দেশের নাম ধরে স্লোগান দেওয়া হয়। দেশের নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে দর্শকরা ‘জিন্দাবাদ’ ধ্বনিতে সাড়া দেন। একইভাবে বাংলাদেশকেও স্লোগানের মাধ্যমে সম্মান জানানো হয়। আয়োজকদের দাবি, সম্পূর্ণ ভিডিও দেখলে বিষয়টি সহজেই বোঝা যায়।

ছড়িয়ে পড়া বিশ সেকেন্ডের ভিডিওতে হাত উঁচু করে স্লোগান ধরা ব্যক্তি ক্বারী এমদাদ আমার দেশকে বলেন, রাত সাড়ে আটটায় বিভিন্ন দেশ থেকে আগত অতিথিরা যখন মঞ্চে প্রবেশ করছিলেন, তখন আমি বক্তব্য রাখছিলাম। আগত অতিথিদের দেখে সম্মান জানাতে তাদের নিজ নিজ দেশের নাম ধরে তাৎক্ষণিকভাবে স্লোগান দিয়েছিলাম।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সারাদেশে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ একে অনাকাঙ্ক্ষিত ও সংবেদনশীল বলে মনে করছেন, আবার অনেকেই আংশিক অংশ কেটে ছড়িয়ে দেওয়াকে উদ্দেশ্যমূলক বিকৃতি বলছেন। ক্বিরাত সম্মেলনে উপস্থিত মাইটভাঙ্গার স্থানীয় বাসিন্দা ফাহাদ চৌধুরী আমার দেশকে জানান অনুষ্ঠানজুড়েই পাকিস্তান, মিসর, ফিলিপাইন, ইরান ও তুরস্ক—সব দেশের নাম ধরে স্লোগান দেওয়া হয় এবং দর্শকরাও একযোগে সাড়া দেয়। তার মতে, সামাজিক মাধ্যমে কেবল একটি অংশ ছড়িয়ে দেওয়ায় পুরো পরিস্থিতি ভুলভাবে বোঝা হচ্ছে।

ছড়িয়ে পড়া বিশ সেকেন্ডের ভিডিওতে হাত উঁচু করে স্লোগান ধরা ব্যক্তি ক্বারী এমদাদ আমার দেশকে বলেন, রাত সাড়ে আটটায় বিভিন্ন দেশ থেকে আগত অতিথিরা যখন মঞ্চে প্রবেশ করছিলেন, তখন আমি বক্তব্য রাখছিলাম। আগত অতিথিদের দেখে সম্মান জানাতে তাদের নিজ নিজ দেশের নাম ধরে তাৎক্ষণিকভাবে স্লোগান দিয়েছিলাম।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সারা দেশে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ একে অনাকাঙ্ক্ষিত ও সংবেদনশীল বলে মনে করছেন, আবার অনেকেই আংশিক অংশ কেটে ছড়িয়ে দেওয়াকে উদ্দেশ্যমূলক বিকৃতি বলছেন। ক্বিরাত সম্মেলনে উপস্থিত মাইটভাঙ্গার স্থানীয় বাসিন্দা ফাহাদ চৌধুরী আমার দেশকে জানান অনুষ্ঠানজুড়েই পাকিস্তান, মিসর, ফিলিপাইন, ইরান ও তুরস্ক—সব দেশের নাম ধরে স্লোগান দেওয়া হয় এবং দর্শকরাও একযোগে সাড়া দেয়। তার মতে, সামাজিক মাধ্যমে কেবল একটি অংশ ছড়িয়ে দেওয়ায় পুরো পরিস্থিতি ভুলভাবে বোঝা হচ্ছে।

একটি আংশিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা আলোচনা সৃষ্টি হয়েছে। বিশ সেকেন্ডের ওই ভিডিওতে মঞ্চ থেকে ‘পাকিস্তান জিন্দাবাদ’ এবং পরে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগান শোনা যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঘটনাটি রাজনৈতিকভাবে ব্যাখ্যা করার প্রবণতা দেখা গেলেও আয়োজকদের দাবি, এটি পুরোপুরি প্রেক্ষাপটহীনভাবে উপস্থাপন করা হয়েছে এবং একটি মহল ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

আয়োজক প্রতিষ্ঠান সাওতুল কোরআন ইনস্টিটিউটের পরিচালক ও আহ্বায়ক ক্বারী এইচএম তাওহিদ আমার দেশকে বলেন, কোনো রাজনৈতিক উদ্দেশ্য সেখানে ছিল না। তিনি মনে করেন, ভিডিওর আংশিক অংশ প্রচার করায় অপ্রয়োজনীয় অস্থিরতা তৈরি হচ্ছে এবং ঘটনার স্বাভাবিক প্রেক্ষাপট বিকৃত হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত অন্য আরেকটি ভিডিওতে পাকিস্তান সহ আমন্ত্রিত অন্যান্য দেশের নামে স্লোগান দিতে দেখা যায়। গতকাল রোববার মাইটভাঙ্গার সাউথ সন্দ্বীপ উচ্চবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই ক্বিরাত সম্মেলনে বিভিন্ন দেশের ক্বারী ও বক্তারা অংশ নেন। এ বিষয়ে জানতে চাইলে সন্দ্বীপের নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা বলেন, ‘এই ঘটনাটি কাজে লাগিয়ে কেউ যেন সামাজিক অস্থিরতা তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

মাধবপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

গোপালগঞ্জের কোটালীপাড়ায় যুবলীগ নেতার যুবদলে যোগদান

বরিশালে ‘কমিউনিটি ইম্প্যাক্ট অর্গানিজেশন’ উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

খুলনায় চাঞ্চল্যকর ডাবল মার্ডার, ২৪ ঘণ্টা পরও মামলা হয়নি

চেয়ারম্যানের জিম্মা থেকে আদলতের জব্দকৃত নৌকা উধাও

মাধবপুরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আটক ২১

সম্পত্তির জন্য ২৩ ঘণ্টা আটক রাখল বাবার লাশ

জামায়াত নেতার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, বসতঘর পুড়ে ছাই

বরিশাল-ভোলা সেতুর নির্মাণের দাবিতে মানববন্ধন

নিবার্চন থেকে সরে দাঁড়ালেন জেলা জামায়াত আমির