নানা কর্মসূচির মধ্য দিয়ে বুধবার সারা দেশে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, শিক্ষা উপকরণ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা ।
নীলফামারী প্রতিনিধি জানান, ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’ প্রতিপাদ্যে নীলফামারীতে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, ঋণের চেক ও কম্বল বিতরণ।
এছাড়া জেলা পরিষদের উদ্যোগে সেলাই মেশিন, হুইলচেয়ার, ট্রাই-সাইকেল বিতরণ করা হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। উপপরিচালক আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী পরিচালক নুসরাত ফাতেমা। বক্তব্য দেন দীপঙ্কর রায়, ফারুক আহমেদ, আতিউর রহমান শেখ ।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় জানান, ৯৬ জনকে সেলাই মেশিন, ৯০ জনকে হুইলচেয়ার, ২০ জনকে ট্রাই-সাইকেল ও ১০০ জনকে কম্বল দেওয়া হয়েছে।
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, এ উপলক্ষে দুপুরে মাদারগঞ্জ গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন কেন্দ্রের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন তৌফিকুল ইসলাম খালেক, খলিলুর রহমান, গিয়াস উদ্দিন, সানাউল হক সোহাগ, জমিদাতা মিনি বেগম, মনিরুজ্জামান মিলন প্রমুখ।
মধুখালী (ফরিদপুর )প্রতিনিধি জানান, ফরিদপুরের মধুখালীতে দুপুরে স্থানীয় কল্যাণী ইনক্লুসিভ স্কুলে আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রফেসর মো. ইলিয়াস মোল্লা, এরফানুর রহমান, সিরাজুল ইসলাম, শিক্ষক মো. আসাদুজ্জামান ।
জামালপুর প্রতিনিধি জানান, এ উপলক্ষে বুধবার দুপুরে জামালপুর শহরের ফৌজদারি মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় রোকোনুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, ফজলে এলাহী মাকাম, জাহাঙ্গীর সেলিম, অজয় কুমার পাল, সাদিয়া বেগম বক্তব্য দেন।
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, এ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী। স্বাগত বক্তব্য দেন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম । উপস্থিত ছিলেন মুস্তাফিজুর রহমান, অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, সহকারী কমিশনার এসএম আব্দুর রউফ শিবলু, বিপুল আশরাফ প্রমুখ।
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি জানান, এ উপলক্ষে বাগেরহাটের মোংলায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, শিক্ষা উপকরণ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা চত্বর থেকে শুরু হয়ে র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম মাসুদ রানা, কারিতাস এসডিডিবি প্রকল্পের কর্মকর্তা মিতা হালদারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি জানান, দিবসটি উপলক্ষে মাগুরার শ্রীপুরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালেক মুহিদের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয় । পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।