হোম > সারা দেশ > ঢাকা

জামায়াতের আমিরকে নিয়ে আপত্তিকর মন্তব্যে পুবাইল থানার ওসি প্রত্যাহার

স্টাফ রিপোর্টার, গাজীপুর

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গাজীপুর মহানগরীর পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. আমিরুল ইসলাম মুরাদকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের স্বাক্ষরিত অফিস আদেশে তাকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জিএমপি সদর দপ্তরে সংযুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, ‘শেখ মো. আমিরুল ইসলাম অফিসার ইনচার্জ, পূবাইল থানা হিসেবে না রেখে গাজীপুর মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে সংযুক্ত থাকবেন। তিনি তার দায়িত্বভার পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট হস্তান্তর করে ২৮ অক্টোবরের মধ্যে জিএমপি হেডকোয়ার্টার্সে রিপোর্ট করবেন।

২০ অক্টোবর পূবাইল থানা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শামীম মৃধা গাজীপুর মহানগর পুলিশ কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, ওসি আমিরুল ইসলাম ডা. শফিকুর রহমানের একটি বক্তব্যের ফেসবুক পোস্টে মন্তব্য করেছেন যে—‘জামায়াতের লোকেরা স্বাধীনতা বিরোধী, তারা বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে কিনা তা গণভোটে নির্ধারণ হওয়া উচিত।’

এ অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করলে জামায়াতের পক্ষ থেকে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) জাহিদুল হাসান সংবাদে বলেন, অভিযোগ পেয়ে একজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদন পাওয়ার পর যাচাই-বাছাই করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেয়া হচ্ছে।

সাবেক ছাত্রলীগ নেতা টিপু গ্রেপ্তার

ডিবি হারুনের ক্যাশিয়ার এখন বিএনপি নেতা

খতিব মহিবুল্লাহর অপহরণ নাটক

ভাঙন ঠেকাতে প্রাকৃতিক বাঁধ

ডেঙ্গুতে বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকীর ইন্তেকাল, দাফন সম্পন্ন

আদালতে যে স্বীকারোক্তি দিলেন মুফতি মুহিবুল্লাহ মাদানী

স্বতন্ত্র প্রার্থী হতে এনসিপি থেকে পরিমল চন্দ্রের পদত্যাগ

ছাত্রলীগ-যুবলীগ থেকে যুবদলে, একপক্ষের গুলিতে আরেকপক্ষের সাজ্জাত নিহত

জুতা পায়ে শহীদ মিনারে জামায়াতের নেতাকর্মীরা

সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ পিস ইয়াবা জব্দ