হোম > সারা দেশ > রাজশাহী

বালুবাহী বাল্কহেডে চাঁদাবাজি, গ্রেপ্তার ১০

উপজেলা প্রতিনিধি, চৌহালী (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে বালুবাহী বাল্কহেড থেকে চাঁদাবাজি করার সময় হাতেনাতে ১০ জনকে গ্রেপ্তার করেছে চৌহালী নৌ-পুলিশ।

শনিবার উপজেলার ঘোড়জান ইউনিয়নের রেহাইকাউলিয়া মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভুক্তভোগী হেলাল উদ্দিন মণ্ডল বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- আল আমিন (২৪), নজরুল ইসলাম (৪৫), ইউপি সদস্য মানিক সিকদার, শহীদুল ইসলাম (৩৫), আবদুল আলীম (৪০), শরীফুল ইসলাম (৩৫), জাহাঙ্গীর হোসেন (৩৫), ইউনুস আলী (২৬), শহীদুল ইসলাম (৪৫) ও ফরিদ হোসেন (২৬)। আটককৃত সবাই উপজেলার রেহাইকাউলিয়া গ্রামের বাসিন্দা।

নৌ-পুলিশ জানায়, বাল্কহেড থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিল এই চক্র। খবর পেয়ে পুলিশ দ্রুত স্পিডবোট যোগে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। এসময় তাদের ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা, নগদ দুই হাজার টাকা ও ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

চৌহালী থানার ওসি আবদুল বারিক জানান, আটককৃতদের চৌহালী থানায় হস্তান্তর করেছে। এখনো এজাহার দেয়নি, এজাহার দিলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

খালেদা জিয়া সামনে থাকলেও বাবলাকে মারতাম’ অডিওতে বড় সাজ্জাদ

‘নোয়াখালী বিভাগ চাই’ দাবিকে পূর্ণ সমর্থন করি: বুলু

একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন জনগণ মানবেন না: মঞ্জুরুল ইসলাম

গাজীপুরে জামায়াতের রুকন সম্মেলনে সাংগঠনিক গতিশীলতায় ঐক্যের অঙ্গীকার

হাফ ভাড়া না নিয়ে বিরোধে বরিশালে অর্ধশতাধিক বাস ভাঙচুর

চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনিকে গণসংবর্ধনা

ইলিয়াসকে খুঁজে বেড়ানো বুধুর স্বপ্ন মাথা গোঁজার ঠাঁই

জামালগঞ্জে ৯৫০ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার ২ ‎

আগামী নির্বাচন চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে: ডা. তাহের