হোম > সারা দেশ

ভোগান্তি ছাড়া কৃষকের ধান সংগ্রহে সর্বোচ্চ নজরদারি থাকবে: খাদ্য উপদেষ্টা

উপজেলা প্রতিনিধি, (শান্তিগঞ্জ) সুনামগঞ্জ

অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, কোনো ধরনের ভোগান্তি ছাড়া কৃষকরা যাতে ধান বিক্রি করতে পারেন সে ক্ষেত্রে খাদ্য বিভাগের সর্বোচ্চ নজরদারি থাকবে। আমি ব্যক্তিগতভাবে ধান সংগ্রহ কার্যক্রমে নজরদারি করবো। ধান ও চাল ক্রয়ে মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হবে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা খাদ্য গুদামে সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।

খাদ্য উপদেষ্টা আরও বলেন, কৃষকরা যে কষ্ট করে ফসল ফলান তার উপযুক্ত মূল্য দিতে না পারলে, কৃষকরা উৎসাহ হারাবেন। তাই কৃষকদের ন্যায্যমূল্য দিতে সরকার ধানের যথাযথ মূল্য নির্ধারণ করেছে। কৃষকরা যাতে গুদামে এসে হয়রানির শিকার না হন সেদিকে খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, গত আমন মৌসুমে কোনো রকম ভোগান্তি ছাড়া কৃষকরা গুদামে ধান দিতে পেরেছিলেন, তখন কোনো সিন্ডিকেট ছিলো না। এবারও ধান-চাল ক্রয়ে বাজার মনিটরিং করা হবে। অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, শান্তিগঞ্জ থানার নির্বাহ কর্মকর্তা সুকান্ত সাহা, সুনামগঞ্জ জেলা কৃষি অফিসার মোস্তফা ইকবাল আজাদ প্রমুখ।

এরপর দেখার হাওরে ধান কাটা কার্যক্রম পরিদর্শন করেন খাদ্য উপদেষ্টা। এসময় তিনি স্থানীয় কৃষকদের সাথে কথা বলেন তিনি।

উল্লেখ্য এবার সুনামগঞ্জে সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৬৪৫ মেট্টিকটন। ৩৬ টাকা কেজি দরে ১৪৪০ টাকা মন ধান সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করবে সরকার।

গোবিন্দগঞ্জে বিএনপি-জামায়াতের অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তায় ৬

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার নাটোরের আওয়ামী লীগ নেতা

বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

মুক্তিযুদ্ধের কল্পকাহিনী ৯০ ভাগই মিথ্যা: আমির হামজা

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী, বললেন যে কারণ

‘জুলাই রেবেলস’ সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

একদিনে ২১ হাজার সাংবাদিক তৈরি করবে বলা সেই মেয়র গ্রেপ্তার

বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক

ভেড়ামারায় পিকআপের ধাক্কায় দুই পুলিশ সদস্য নিহত