হোম > সারা দেশ > রাজশাহী

বিছানায় পড়ে আছে দুই সন্তানের নিথর দেহ, মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শাজাহানপুরে ঘরের বিছানা থেকে দুই সন্তানের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি উত্তরপাড়া গ্রাম এসব লাশ উদ্ধার করা হয়। এ সময় উদ্ধার করা হয় মায়ের লাশও।

পারিবারিক সূত্রে জানা যায়, মৃত আব্দুল বারীর ছেলে কাজল, যিনি সেনাবাহিনীর সদস্য, দুই মাসের ছুটিতে বাড়িতে ছিলেন। সকালে স্ত্রী সাদিয়া খাতুন খাবার রান্না করে দুই সন্তানকে নিয়ে ঘরে শুয়ে পড়েন। অন্য ঘরে ঘুমাচ্ছিলেন কাজল। পরে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে দুই সন্তানকে গলাকাটা ও স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক তথ্যটি নিশ্চিত বলেন, স্বজনরা সকালবেলা মা ও ২ শিশু ঘুম থেকে না ওঠায় ও দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে কিন্তু কোনো সাড়া না পাওয়ায় ঘরের দরজা খুলে মায়ের ঝুলন্ত লাশ ও বিছানায় দুই শিশুর গলাকাটা লাশ দেখতে পান । এরপর খবর দিলে পুলিশ এসে উপজেলার মাঝিড়া এলাকার খালিশাকান্দিতে একটি কক্ষ থেকে দুই সন্তানসহ মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার করে। সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, ওই গৃহবধূ দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন নাকি অন্য কিছু তা তদন্ত শেষে জানা যাবে।

অবশেষে ছোটো সাজ্জাদকে রাজশাহী ও স্ত্রীকে ফেনী কারাগারে স্থানান্তর

‘জ্যেষ্ঠ নেতাদের ভাষার দুর্ভিক্ষের’ অভিযোগে এনসিপি নেতার পদত্যাগ

নোবিপ্রবিতে রিসার্চ প্রপোজাল রাইটিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

লোকসানের শঙ্কা, আলু চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক

এমন ভাষা আ.লীগও ব্যবহার করতো, শাহাজাহান চৌধুরীকে বিএনপি প্রার্থী

আপনার পত্রিকা থাকবে কিন্তু আপনি থাকবেন না

মাটিকাটা বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম

দেশে আর ফ্যাসিবাদ কায়েম করতে দেব না: মামুনুল হক

আমার দেশ অনলাইনে সংবাদ প্রকাশের পর বৃদ্ধার পাশে উপজেলা প্রশাসন

মাদক মামলায় মায়ের যাবজ্জীবন, দুই সন্তানের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড