ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে ডাকাতি ও ছিনতাই চক্রের মূলহোতা সাইদুল বেপারীসহ ৩ ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব-১১। এসময় তাদের কাছ থেকে দুটি সুইচ গিয়ার ও ১টি ধারালো চাকু উদ্ধার করা হয়। রোববার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১’র কোম্পানি কমান্ডার লে. মো. নাঈম উল হক।
এর আগে গত শনিবার রাত ১১টায় চিটাগাংরোড এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন- নারায়ণগঞ্জের বন্দর থানাধীন ইস্পাহানী সোনাচারা এলাকার শাহ আলমের ছেলে সাইদুল বেপারী (২৭), একই জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল বার্মাস্ট্যান্ডের হুমায়ুন কবিরের ছেলে সৈকত হোসেন (২৮), ও কুমিল্লার লাকসাম থানাধীন রহমতগঞ্জ শিববাড়ীর মৃত মাসুদের ছেলে হৃদয় (২০)।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেপ্তার আসামিরা অত্র এলাকায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল। এই সংঘবদ্ধ চক্রটির সদস্যরা সাইদুল বেপারীর নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাংরোড ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাধারণ জনগণ এবং সিএনজি, অটো ড্রাইভারদের নিকট হতে ভয়-ভীতি দেখিয়ে টাকা ও মূল্যবান মালামাল ডাকাতি ও ছিনতাই করে থাকে।
র্যাব আরো জানায়, আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য একটি নিয়মিত মামলা রুজু করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ঢাকার কদমতলী থানায় ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।