হোম > সারা দেশ > রংপুর

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দলের নেতার

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ তুষার দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন।

রোববার দুপুরে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খোচাবাড়ী এলাকায় নিজ দোকানের সামনে এই ঘটনা ঘটে। তুষার দুধ দিয়ে গোসলের পর জনসম্মুখে দল থেকে তার পদত্যাগের ঘোষণা দেন।

জানা গেছে, মোহাম্মদ তুষার আলী সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।

মোহাম্মদ তুষার আলী দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরে দলের হয়ে কাজ করেছেন এবং বিভিন্ন সময় রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন। কিন্তু বর্তমান সময়ে এসে তাকে কোনো প্রকার মূল্যায়ন করা হয়নি।

তিনি বলেন, “আমি দুঃসময়ে দলের সাথে ছিলাম। দলের জন্য দিনের পর দিন কষ্ট করেছি, নানাভাবে হয়রানির শিকার হয়েছি। তবুও দলের প্রতি নিষ্ঠাবান ছিলাম। কিন্তু দেখলাম বর্তমানে ত্যাগী নেতাকর্মীকে কোনো মূল্যায়ন করা হচ্ছে না, তখন মনে হলো আমার এতদিনের পরিশ্রমটাই বৃথা। এই অবমূল্যায়ন আমাকে গভীরভাবে ব্যথিত করেছে।”

তুষার আলী বলেন, “আমার মনে হলো, এতদিনের রাজনীতিতে হয়তো কোনো পাপ জমেছে। তাই আমি বিএনপির এই রাজনীতি থেকে দুধ দিয়ে গোসল করে পবিত্র হয়ে নিজেকে মুক্ত করলাম এবং পদত্যাগ করলাম।”

জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম বলেন, “তিনি আমাদের স্বেচ্ছাসেবক দলের জগন্নাথপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কী কারণে তিনি আজকে পদত্যাগ করেছেন আমার জানা নেই।”

হাইমচরে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী আটক

দলীয় সিদ্ধান্ত অমান্য করলে শারীরিক নির্যাতন করার হুমকি বিএনপি নেতার

বিএনপি সব সময় জনগণের অধিকার আন্দোলনে অটল থেকেছে: লুনা

জামায়াত প্রার্থীর ৩ হাজার মোটরসাইকেলের শোডাউন

মওদূদীবাদীদের যে ইসলাম ওটা বোকাস ইসলাম: এ্যানি

অসহায়দের হুইলচেয়ার বিতরণ জামায়াতের প্রার্থী ড. হাফিজুর রহমানের

‎পরশুরাম কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ

ঘুমধুম সীমান্তে মিয়ানমার সেনা ও বিজিপির ৫ সদস্য আটক

বিদ্যালয় বন্ধের বিষয়ে যা বললেন উপদেষ্টা

খুনি হাসিনা আমাকে বিনা দোষে ফাঁসিতে ঝুলিয়ে মারতে চেয়েছিল