হোম > সারা দেশ > চট্টগ্রাম

‎পরশুরাম কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ

এমএ হাসান, পরশুরাম-ফুলগাজী (ফেনী)

‎পরশুরাম সরকারি কলেজে টিকটকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের আপত্তিকর বিভিন্ন ভিডিও মিম ছড়িয়ে পড়ায় কলেজে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

‎রোববার (২৩ নভেম্বর) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মোহাম্মদ নাসির উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেইজে প্রচার করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরশুরাম সরকারি কলেজের ইউনিফর্ম পরিহিত অবস্থায় এবং শ্রেণিকক্ষে ধারণকৃত কিছু ‘টিকটক’ ভিডিও লক্ষ্য করা যাচ্ছে, যা ব্যাপক সমালোচনা তৈরি করছে এবং কলেজের সম্মানহানি ঘটাচ্ছে। এমতাবস্থায় শৃঙ্খলা রক্ষার্থে কলেজ ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের স্মার্ট ফোন ব্যবহার নিষিদ্ধ করা হলো। ভিজিল্যান্স টিম বিষয়টি প্রতিদিন মনিটরিং করবে।'

‎কলেজ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে সাহসী ও যুগোপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন অভিভাবক ও উপজেলার মানুষ। অভিভাবক আবু তাহের জানান, কলেজ প্রশাসনের উচিত আরো কিছু কঠিন পদক্ষেপ নেওয়া। শিক্ষা প্রতিষ্ঠান থাকবে সবার উপরে মাথা উঁচু করে।

প্রবাসীআবদুল হালিম জানান, কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ। আইন অমান্যকারীর বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নিতে হবে।

‎জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর একটি অনলাইন সংবাদ মাধ্যমে পরশুরাম সরকারি কলেজের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের অশ্লীল অঙ্গভঙ্গিতে করা ভিডিও প্রচারের পর উপজেলার মানুষের মাঝে ব্যাপক সমালোচনা তৈরি হয়।

‎এদিকে অভিভাবকের অসচেতনতা, প্রশাসনিক কার্যক্রমে দুর্বলতা ও শিক্ষার্থীদের ইন্টারনেট আসক্তের কারণে কলেজটিতে ২০২৫ সালেও এইচএসসির ফলাফল ধারাবাহিকভাবে খারাপ করেছে। উপজেলার দুটি বেসরকারি কলেজের চেয়েও ফলাফল খারাপ করেছে পরশুরাম সরকারি কলেজ। এইচএসসিতে পাশের হার ছিল মাত্র ১৬ শতাংশ। শ্রেণি কার্যক্রম সঠিকভাবে পরিচালনা ও শিক্ষার প্রসারে গত বছর কলেজটিতে একটি বহুতল ভবন নির্মাণ শেষে উদ্বোধন করা হয়। অভিযোগ রয়েছে, কলেজের প্রশাসনিক কার্যক্রম ঢিলেঢালাভাবের কারণে শিক্ষার্থীরা শ্রেণিমুখী করা যাচ্ছে না।

‎গত আগস্ট মাসে কলেজের অধ্যক্ষ আবু কাওসার মো. হারেছ অবসরজনিত কারণে বদলি হলে অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি জানান, শিক্ষার্থীদের মান উন্নয়ন,পাঠদানসহ বিভিন্ন বিষয়ে  পদক্ষেপ নেওয়া হয়েছে।

হাতপাখার মনোনয়ন পেলেন পদত্যাগ করা বিএনপির কেন্দ্রীয় নেতা

হিজাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষের অভিযোগ

‘মিনিস্টার বাড়ি’ নিয়ে বিভ্রান্তি ছড়ানো নিয়ে সংবাদ সম্মেলন

হাইমচরে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী আটক

দলীয় সিদ্ধান্ত অমান্য করলে শারীরিক নির্যাতন করার হুমকি বিএনপি নেতার

বিএনপি সব সময় জনগণের অধিকার আন্দোলনে অটল থেকেছে: লুনা

জামায়াত প্রার্থীর ৩ হাজার মোটরসাইকেলের শোডাউন

মওদূদীবাদীদের যে ইসলাম ওটা বোকাস ইসলাম: এ্যানি

অসহায়দের হুইলচেয়ার বিতরণ জামায়াতের প্রার্থী ড. হাফিজুর রহমানের

ঘুমধুম সীমান্তে মিয়ানমার সেনা ও বিজিপির ৫ সদস্য আটক