হোম > সারা দেশ > চট্টগ্রাম

৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে কম্বলের গোডাউনের আগুন

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের কদমতলী এলাকার একটি পাঁচতলা বাণিজ্যিক ভবনের চতুর্থ তলায় কম্বল ও শীতবস্ত্রের গুদামে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরপর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। ৩ ঘণ্টার চেষ্টায়, বিকেল চারটার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘটনাস্থলের সামনে কথা হয় নিচতলার দোকানকর্মী জামাল উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, দুপুর দেড়টার দিকে হঠাৎ উপরের দিক থেকে ধোঁয়া নামতে দেখি। কিছু বুঝে ওঠার আগেই চারতলার জানালায় আগুনের লেলিহান শিখা। তখন সবাই দৌড়ে নিচে নেমে আসে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ভবনের চতুর্থ তলায় কয়েকজন পাইকার ব্যবসায়ীর কম্বল, সোয়েটার, ফুটবল ও কেমিক্যালজাত পণ্যের বড় গুদাম রয়েছে। গুদামে থাকা দাহ্য কেমিক্যাল ও কাপড়ের কারণে আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো ফ্লোরে।

ভবনের নিচতলায় বসতঘর না থাকায় কেউ আটকা পড়েননি বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

খবর পেয়ে প্রথমে নন্দনকানন স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় পরে আরও ছয়টি ইউনিট যোগ দেয়। আগুন নেভাতে অংশ নেন ফায়ার সার্ভিসের ৬০ জনের বেশি কর্মী।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. জসিম উদ্দিন বলেন, দাহ্য কাপড় ও কেমিক্যাল থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়েছে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা করে আমাদের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ভবনের ভেতরে ধোঁয়া খুব ঘন ছিল। আগুন নেভানোর পাশাপাশি ভবনের ভেতরের তাপমাত্রা কমাতে পানি ছিটাতে হয়েছে বারবার।

এখনো আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস বলছে, আগুন পুরোপুরি নিভে ভবনের ভেতর প্রবেশ না করলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব নয়।

উপপরিচালক মো. জসিম উদ্দিন বলেন, ধারণা করছি, ক্ষয়ক্ষতি অনেক বেশি হবে। তবে তদন্ত শেষে আমরা সঠিক কারণ ও ক্ষতির পরিমাণ জানাতে পারব।

কম্বল ব্যবসায়ী মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, শীতের মৌসুম শুরু হয়েছে। এই সময়ই সবচেয়ে বেশি বিক্রি হয়। গুদামে কম্বল উঠানোর পরপরই আগুনে সব পুড়ে গেল। এটা আমাদের কাছে বড় ধাক্কা। অন্য একজন ব্যবসায়ী বলেন, গুদামে থাকা ফুটবল আর সোয়েটারের মাল এসেছে। সব শেষ মনে হচ্ছে।

ভালো মানুষকে ভোট দিতে হবে, দুর্নীতিবাজদের নয়: দুদক চেয়ারম্যান

রোহিঙ্গা ও স্বাগতিক জনগোষ্ঠীর সহায়তা কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন

ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম হাবিবুর রহমানের মৃত্যু

‘একটি কেন্দ্রে ভোট চুরি ২০০ বাড়িতে ডাকাতির সমান অপরাধ’

রামুতে ইয়াবাসহ ভুয়া নৌ সদস্য আটক

জামিনে কারামুক্ত ৩৫ সাবেক বিডিআর সদস্য

হাতিয়ার অজ্ঞান পার্টির প্রধান শামীম অস্ত্রসহ গ্রেপ্তার

বদলগাছীতে বিয়ের বাস উল্টে আহত ৩০

বন্দর চেয়ারম্যানের সঙ্গে নিষ্ফল বৈঠক, স্কপের অবরোধ কর্মসূচি বহাল

মাদারগঞ্জে পানিতে ডুবে ২৫ দিনে ৭ শিশুর মৃত্যু