হোম > সারা দেশ

আন্দোলনে গুলি: ইন্টারপোল ও দূতাবাসের তথ্যে যেভাবে গ্রেপ্তার সেই তোতলা পাভেল

স্টাফ রিপোর্টার, সাভার

সাভারে ছাত্র-জনতার আন্দোলনে গুলি ও হামলায় সরাসরি জড়িত থাকা নিষিদ্ধ ঘোষিত সংগঠন সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ পাভেল ওরফে তোতলা পাভেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল ও চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং ইমিগ্রেশন পুলিশের সহায়তায় পাভেলকে গ্রেপ্তার করা হয়েছে।

চীনের বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাভেল বাংলাদেশে ফিরছে-ইন্টারপোলের কাছ থেকে এমন তথ্য পেয়ে ঢাকা জেলা পুলিশের নির্দেশনায় সাভার মডেল থানা পুলিশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান নেয়। সোমবার রাতে তাকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম।

পুলিশ জানায়, ‘পাভেল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার পুকুরপাড় গ্রামের হেফজু মিয়ার ছেলে ও নিষিদ্ধ সংগঠন সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় সাভারে আন্দোলনকারীদের ওপর প্রকাশ্যে হামলা ও গুলিবর্ষণে সক্রিয়ভাবে অংশ নেন তোতলা পাভেল। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পাসপোর্টের নাম পরিবর্তন করে পাভেল ইতিমধ্যে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়ায় ভ্রমণ শেষে সর্বশেষ চীনে অবস্থান করছিলেন। সম্প্রতি পরিস্থিতি স্বাভাবিক মনে করে পাভেল চীন থেকে জমি বিক্রির উদ্দেশ্যে বাংলাদেশে প্রবেশ করে ভারত হয়ে পর্তুগাল ঘুরে আমেরিকায় তার বড় ভাইয়ের নিকট যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে সে।

এর আগে, পাভেল স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা মার্কেটে দোকান দখল, চাঁদা দাবি ও দৃষ্টি প্রতিবন্ধীদের ওপর হামলার ঘটনায়, সাভার পৌরসভার আনন্দপুর সিটিলেন এলাকার ব্যবসায়ী ইউসুফ আলী চুন্নুর প্রতিষ্ঠানে গুলি করে আতঙ্ক ছড়িয়ে ১০ লাখ টাকা ছিনিয়ে নেওয়া, ইন্টারনেট ব্যবসায়ী রকিকে অপহরণ ও ৪ লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ আদায় এবং দৈনিক মানবজমিনের সাংবাদিক সোহেল রানাকে হত্যা চেষ্টার ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে ৪ বার হাজত বাস করেন। তবে আওয়ামী লীগ সরকারের সময় আইনের ফাঁক দিয়ে ছাড়া পায় এই শীর্ষ সন্ত্রাসী।

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী বলেন, “মোহাম্মদ পাভেল সাভারে সংঘটিত ছাত্র হত্যায় সরাসরি জড়িত ছিল। এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি সাভার মডেল থানায় দায়ের হওয়া ৫টি হত্যা মামলাসহ ১৩ মামলার এজাহারনামীয় আসামি। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদন করে মঙ্গলবার তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করা হয়েছে।

মাদারীপু‌রে চা দোকানির ঝুলন্ত লাশ উদ্ধার

সীমান্তে নির্মাণকাজ নিয়ে তীব্র আপত্তি বিজিবির, পতাকা বৈঠক

সিলেটে সড়ক দুর্ঘটনায় এক বছরে নিহত ৩৬৪

আচরণবিধি লঙ্ঘনে বিএনপির প্রার্থী শরীফ উদ্দীনকে তলব

গণভোট নিয়ে সারা দেশে চলছে প্রচার

শাহ মখদুমের মাজারে মুসাফিরখানা চালু

ভারতে অনুপ্রবেশের সময় আটক ৪

ভাঙ্গুড়ায় সাড়ে ৮ লাখ টাকার ভেজাল মধু ধ্বংস

বরযাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত, আহত ৫

পাসপোর্ট করতে এসে নারায়ণগঞ্জে রোহিঙ্গা যুবক আটক